TRENDING:

Howrah News: অপরাধীদের কপালে দুর্গতি, ৫০ লক্ষ টাকায় পুলিশের হাতে এল 'মোক্ষম' জিনিস! হাওড়ায় বসছে হাইটেক ক্যামেরা

Last Updated:
Howrah News: অপরাধ দমনে হাওড়া শহরের রাস্তায় বসল অত্যাধুনিক এএনপিআর ক্যামেরা। ৫০ লক্ষ টাকা ব্যয়ে বসল অত্যাধুনিক এই সিস্টেম।
advertisement
1/6
গাড়ির তথ্য মিলবে নিমেষে, ৫০ লক্ষ টাকায় হাওড়া পুলিশের হাতে এল হাইটেক ক্যামেরা
হাওড়া শহরে নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক ও স্মার্ট করতে প্রতিস্থাপিত হল অত্যাধুনিক ANPR (Automatic Number Plate Recognition) ক্যামেরা। শহরের গুরুত্বপূর্ণ মোড়, ব্যস্ত রাস্তা ও প্রবেশদ্বারগুলিতে এই হাই-টেক ক্যামেরা বসানো হচ্ছে, যার ফলে আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের হাতে যোগ হল আরও শক্তিশালী অস্ত্র।(ছবি ও তথ্য : রাকেশ মাইতি)
advertisement
2/6
উন্নত এই ক্যামেরা প্রযুক্তি শুধু নম্বরপ্লেট পড়তেই সক্ষম নয়, গাড়ির রং, মডেল, গতিবেগ ও দিকনির্দেশও শনাক্ত করতে পারে মুহূর্তের মধ্যে। ফলে কোনও সন্দেহজনক যানবাহন বা অপরাধমূলক কাজে ব্যবহৃত গাড়ি শহরে ঢুকতেই তা পুলিশের নজরে আসবে।
advertisement
3/6
এএনপিআর ক্যামেরা লাগানোর ফলে রাস্তায় ফেলে যাওয়া যানবাহন, নকল নাম্বারপ্লেট, এমনকি রাতের অন্ধকারেও উচ্চগতির গাড়ি সহজেই ধরা সম্ভব হবে। এই ক্যামেরার ফলে চুরি যাওয়া গাড়ি শনাক্ত করতে সাহায্য করবে। হিট-অ্যান্ড-রান মামলায় দ্রুত তথ্য মিলবে। অপরাধীদের পালানোর পথ আগেই আটকে দেওয়া যাবে। ট্রাফিক লঙ্ঘন রোধে বড় ভূমিকা নেবে এই ক্যামেরা।
advertisement
4/6
ফলে শহরের সুরক্ষা যেমন জোরদার হবে, তেমনভাবেই সহজ হবে অপরাধীদের ধরা। এছাড়াও অপরাধমূলক ঘটনার তদন্ত করতে সহজে গুরপত্বপূর্ণ তথ্য আসবে গোয়েন্দাদের হাতে।
advertisement
5/6
হাওড়া সিটি পুলিশের তরফে জানান হয়, শহরকে স্মার্ট ও নিরাপদ করার লক্ষ্যে এই প্রযুক্তির ব্যবহার নিরাপত্তা ব্যবস্থায় নতুন মোড় আনবে। সাধারণ মানুষও আশা করছেন, এর ফলে অপরাধ দমন ও ট্রাফিক নিয়ন্ত্রণ দুই ক্ষেত্রেই উল্লেখযোগ্য উন্নতি দেখা যাবে।
advertisement
6/6
সাংসদ প্রসূন ব্যানার্জী জানান, মানুষের নিরাপত্তাই তাঁর প্রথম অগ্রাধিকার। তাই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হাওড়ার আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও মজবুত করতে তিনি সাংসদ তহবিলের টাকা এই প্রকল্পে সাহায্য করেছেন। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Howrah News: অপরাধীদের কপালে দুর্গতি, ৫০ লক্ষ টাকায় পুলিশের হাতে এল 'মোক্ষম' জিনিস! হাওড়ায় বসছে হাইটেক ক্যামেরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল