TRENDING:

South 24 Parganas News: অনন্য উদ্যোগ, সোনারপুরে প্রায় ৫০০ ছাত্রী বিনামূল্যে পেল HPV ভ্যাকসিন

Last Updated:

বিশেষজ্ঞরা স্পষ্ট জানাচ্ছেন, ৯ থেকে ১৮ বছর বয়সী মেয়েদের জন্য এই ভ্যাকসিন অত্যন্ত কার্যকর এবং প্রয়োজনীয়। তাই স্কুলের এই পদক্ষেপে স্বস্তি ও খুশি অভিভাবকদের মুখে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোনারপুর: সোনারপুরে অনন্য উদ্যোগ। সরকারি স্কুলের ছাত্রীদের দেওয়া হল সার্ভিক্যাল ক্যানসার  প্রতিরোধী HPV ভ্যাকসিন। জরায়ুমুখ ক্যানসার আজ সারা পৃথিবীতে ভয়াবহ আকার নিয়েছে। প্রতিরোধে যে ভ্যাকসিন প্রয়োজন, তার দাম প্রায় নয় হাজার টাকা। সরকারিভাবে এখনও সর্বত্র দেওয়া শুরু না হলেও, স্কুলের উদ্যোগে এবং কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় আয়োজন করা হয় বিশেষ ভ্যাকসিনেশন ক্যাম্প। ক্যাম্পের আগে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে আয়োজন করা হয়েছিল তথ্যভিত্তিক সেশন। তার পর বিনামূল্যে ভ্যাকসিন পায় প্রায় ৫০০ ছাত্রী।
ভ্যাকসিন দেওয়া হচ্ছে
ভ্যাকসিন দেওয়া হচ্ছে
advertisement

বিশেষজ্ঞরা স্পষ্ট জানাচ্ছেন, ৯ থেকে ১৮ বছর বয়সী মেয়েদের জন্য এই ভ্যাকসিন অত্যন্ত কার্যকর এবং প্রয়োজনীয়। তাই স্কুলের এই পদক্ষেপে স্বস্তি ও খুশি অভিভাবকদের মুখে। মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষায় এ’ধরনের উদ্যোগ আরও বেশি হওয়া উচিত এমনটাই মত স্থানীয়দের।

সেরা ভিডিও

আরও দেখুন
নিউইয়র্কে 'বিনা পয়সার বাজার' বসান শিলিগুড়ির কল্যাণ
আরও দেখুন

স্কুলের এক শিক্ষক জানান, ” জরায়ুমুখ ক্যানসারের ভ্যাকসিন আবিষ্কার হয়েছে। সেই ভ্যাকসিনের দাম অনেকটাই। সরকারিভাবে এখনও সেভাবে কোনও স্কুলে টিকা দেওয়া চালু হয়নি আমাদের দেশে। তাই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে অনেক স্কুলে।  আমরা সেই স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ করি এবং তাদের অনুরোধ করি। তারা আমাদের অনুরোধে সাড়া দিয়েছে। স্কুলে ভ্যাকসিনের ক্যাম্প আয়োজন করে, আমাদের স্কুলে ৯ থেকে ১৮ বছর বয়সী মেয়েদের ভ্যাকসিন দেওয়া হয়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: অনন্য উদ্যোগ, সোনারপুরে প্রায় ৫০০ ছাত্রী বিনামূল্যে পেল HPV ভ্যাকসিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল