TRENDING:

Hilsa Available in Market: মরশুমের প্রথম ইলিশ বাজারে...! কোন বাজারে, কত ওজনের মাছ, কী দামে বিক্রি হবে? জানিয়ে দিলেন মাছ ব্যবসায়ীরা

Last Updated:
Hilsa Available in Market: মরশুমের প্রথম ইলিশের ঝলক দেখলে চোখ জুড়িয়ে যাবে আপনার। পেল্লাই সাইজের ইলিশ এসেছে এবছর। একদিনের ফিশিংয়ে প্রায় ৩০ টন ইলিশ বাজারে এসেছে।
advertisement
1/5
মরশুমের প্রথম ইলিশ বাজারে...! কোন বাজারে, কত ওজনের মাছ, কী দামে বিক্রি হবে? জানুন
*মরশুমের প্রথম ইলিশের ঝলক দেখলে চোখ জুড়িয়ে যাবে আপনার। পেল্লাই সাইজের ইলিশ এসেছে এ বছর। একদিনের ফিশিংয়ে প্রায় ৩০ টন ইলিশ বাজারে এসেছে। প্রতিবেদনঃ নবাব মল্লিক। ফাইল ছবি।
advertisement
2/5
*নামখানা, রায়দিঘি, কাকদ্বীপ বিভিন্ন খেয়াঘাটে এই ইলিশ এসেছে। নামখানা ঘাটেই ২৫ ট্রলার ইলিশ নিয়ে ফিরে এসেছে। মৎস্যজীবীরা জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে থাকার কারণে ট্রলারগুলি ভালো ইলিশ পেয়েছে। ধীরে ধীরে আরও ট্রলার মাছ নিয়ে ঘাটে ফিরছে। ফাইল ছবি।
advertisement
3/5
*এ নিয়ে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, 'ফিরে আসা ট্রলারগুলি এক থেকে দেড় টন করে ইলিশ মাছ পেয়েছে। আবহাওয়া অনুকূলে থাকার কারণে তা সম্ভব হয়েছে। আবহাওয়া যদি এরকমই থাকে, তাহলে আগামী কয়েকদিনের মধ্যে বাজারে পর্যাপ্ত পরিমাণের ইলিশ মাছ আসার সম্ভাবনা তৈরি রয়েছে।' ফাইল ছবি।
advertisement
4/5
*যে মাছ এসেছে সেই মাছের ওজনও ভাল। বেশিরভাগ ইলিশ মাছ ৬০০ গ্রাম থেকে এক কিলো ওজনের মধ্যে রয়েছে। এই হারে মাছ পড়লে আগামী কয়েকদিনের মধ্যে বাজারে পর্যাপ্ত পরিমাণে ইলিশ মাছ আসতে পারে। ফাইল ছবি।
advertisement
5/5
*প্রথম পর্যায়ে পাইকারি বাজারে ৬০০ গ্রাম ইলিশের দাম হতে পারে ৮০০ টাকা কিলো, ৮০০ গ্রামের দাম ১১০০ টাকা ও এক কিলো ওজনের ইলিশের দাম হতে পারে দেড় হাজার টাকা কিলো। তাহলে আর অপেক্ষা কিসের ইলিশের খোঁজে চলে যান বাজারে। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Hilsa Available in Market: মরশুমের প্রথম ইলিশ বাজারে...! কোন বাজারে, কত ওজনের মাছ, কী দামে বিক্রি হবে? জানিয়ে দিলেন মাছ ব্যবসায়ীরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল