TRENDING:

West Bardhaman News : অতি ভয়ঙ্কর রূপ দুর্গাপুর ব্যারেজের, খোলা ২৮ টি লকগেট! পাঞ্চেতও ছাড়ছে জল

Last Updated:
প্রচুর জল ছাড়া হয়েছে দুর্গাপুর ব্যারেজ থেকেও। যা চিন্তা বাড়িয়েছে নিম্ন অববাহিকা এলাকায়।
advertisement
1/6
অতি ভয়ঙ্কর রূপ দুর্গাপুর ব্যারেজের, খোলা ২৮ টি লকগেট! পাঞ্চেতও ছাড়ছে জল
ভারী বৃষ্টির প্রভাবে এখনো হু-হু করে জল ছাড়ছে ডিভিসি। রবিবারেও জল ছাড়া হয়েছে দামোদরের দুটি জলাধার থেকে। বাড়ানো হয়েছে জল ছাড়ার পরিমাণ।
advertisement
2/6
এদিন ডিভিসির পাঞ্চেত জলাধার থেকে ১ লক্ষ ১৪ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। অতি বৃষ্টির কারণে জলাধার গুলিতে হু-হু করে জল ঢুকছে। আর তাই জল ছাড়তে বাধ্য হচ্ছে ডিভিসি কর্তৃপক্ষ।
advertisement
3/6
অন্যদিকে প্রচুর পরিমাণে জল ছাড়া হয়েছে দুর্গাপুর ব্যারেজ থেকেও। অতিবৃষ্টির কারণে ৯৮ হাজার ৫২৫ কিউসেক জল ছেড়েছে দুর্গাপুর ব্যারেজ। যা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে নিম্ন অববাহিকা এলাকার মানুষজনের।
advertisement
4/6
এই মুহূর্তে অতি ভয়ংকর রূপ ধারণ করেছে দুর্গাপুর ব্যারেজ। দুর্গাপুর ব্যারেজের ২৮ টি লকগেট খুলে দেওয়া হয়েছে। অন্যদিকে সেচ দফতরের তরফ থেকে মাইকিং করে সচেতন করা হচ্ছে মানুষকে।
advertisement
5/6
দামোদরের নিম্ন অববাহিকায় গ্রামগুলির মানুষজন আশঙ্কা করছেন এবার গ্রামে জল ঢুকে যেতে পারে। যার ফলে ব্যাপকভাবে চিন্তিত তারা। অন্যদিকে দামোদরে যাতে এই সময় কেউ না নামেন, তার জন্য মাইকিং করা হচ্ছে। দুর্ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ এবং সিভিক ভলান্টিয়ার।
advertisement
6/6
তবে এদিন মাইথন জলাধার থেকে ছাড়া হয়েছে ৬ হাজার জল। DVC সূত্রে খবর, মাইথন জলাধার থেকে যে জল ছাড়া হয়েছে, তা জলবিদ্যুৎ তৈরির কারণে। অর্থাৎ মাইথন থেকে জল ছাড়া বন্ধ হয়েছে। এদিন মাইথন এবং পাঞ্চেত মিলিয়ে ছাড়া হয়েছে ১ লক্ষ ২০ হাজার কিউসেক জল।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News : অতি ভয়ঙ্কর রূপ দুর্গাপুর ব্যারেজের, খোলা ২৮ টি লকগেট! পাঞ্চেতও ছাড়ছে জল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল