TRENDING:

Sonajhuri Haat: আর যেতে হবে না শান্তিনিকেতন, এখানেই বসছে সোনাঝুরির হাট, ছুটে আসছেন সকলে, কোথায় জানেন?

Last Updated:
Sonajhuri Haat: সোনাঝুরির হাট দেখতে আর যেতে হবে না শান্তিনিকেতন, এখন নিউ টাউনে গেলেই পাবেন সেই ভাইব৷
advertisement
1/8
আর যেতে হবে না শান্তিনিকেতন, এখানেই বসছে সোনাঝুরির হাট, ছুটে আসছেন সকলে, কোথায়?
মন চাইছে সোনাঝুড়ির হাটে গিয়ে গ্রাম বাংলার হাতের কাজের জিনিস, পছন্দের শাড়ি অলংকার বা ঘর সাজানোর জিনিস কিনতে! তাহলে আর চিন্তা নেই। শহর তিলোত্তমার বুকে ব্যস্ত এ জীবনের মাঝে সপ্তাহ শেষে উইকেন্ডে টুক করে সময় করে ঘুরে আসতে পারেন সোনাঝুরিতে।
advertisement
2/8
যাতায়াতের ক্ষেত্রেও লাগবেনা বেশি সময়। কারণ এখন সোনাঝুরি আর বীরভূমের শান্তিনিকেতনেই শুধু নয়, গোটা সোনাঝুরির হাট-ই বসছে নিউটাউনে।
advertisement
3/8
শুক্র, শনি, রবি তিন দিন সকালের পর থেকে রাত পর্যন্ত চলছে এই সোনাঝুরির হাট। অ্যাক্সিস মলের ব্রিজ এর নিচে কমিউনিটি জোনে বসেছে এই সোনাঝুরির হাট।
advertisement
4/8
বেলার দিকে তেমন ভিড় চোখে না পড়লেও, সন্ধ্যে নামতেই উপচে পড়ছে ভিড়। কি নেই সেখানে, ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে হ্যান্ডলুম শাড়ি, কাঁথা স্টিচ, নকশা করা শাড়ি শার্ট, নানা ধরনের অলংকার, মহিলাদের ব্যবহারের ব্যাগ, চাদর, এমনকি খাওয়ার নানা উপকরণের বড়িও পেয়ে যাবেন এই হাটে।
advertisement
5/8
হুবহু সোনাঝুরির মতই ভাইব উপভোগ করতে পারবেন এখানে। বিভিন্ন প্রান্ত থেকে শিল্পী বিক্রেতারা এসেছেন নিজেদের জিনিসের সম্ভার নিয়ে।
advertisement
6/8
চুড়িদার থেকে ঘর সাজানোর জিনিস, পাপড় থেকে শুরু করে একতারা সবকিছুই পাওয়া যাচ্ছে সোনাঝুরির এই হাটে। নতুন প্রজন্মের ছেলে মেয়েদের পাশাপাশি শহর ও শহরতলীর মহিলারাও ভিড় জমাচ্ছেন তিলোত্তমার এই সোনাঝুরির হাটে। পাশাপাশি চলছে খাওয়া দাওয়াও।
advertisement
7/8
সপ্তাহান্তে পরিবারের বা প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পাশাপাশি শপিংয়ের ইচ্ছে থাকলে একবার ঘুরে আসাই যায় এই হাটে। ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে এনকেডিএ অনুমতি নিয়ে শুরু হয়েছে এই অভিনব উদ্যোগ।
advertisement
8/8
মোট ৫৫ টি স্টল রয়েছে এই হাটে। জিনিসের দামও রাখা হয়েছে সাধ্যের মধ্যেই। সব মিলিয়ে জমজমাট নিউটাউনের সোনাঝুরির হাট। তবে, শহরের বুকে সোনাঝুরির হাট পেলেও, মিস কিন্তু করবেন কোপাই নদীকে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Sonajhuri Haat: আর যেতে হবে না শান্তিনিকেতন, এখানেই বসছে সোনাঝুরির হাট, ছুটে আসছেন সকলে, কোথায় জানেন?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল