Durga Puja 2025: বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য পুতুল নাচের ইতিকথা ফুটে উঠেছে নিউ ব্যারাকপুরের এই মন্ডপে
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
নিউ ব্যারাকপুর শক্তি সংঘের ৭৫তম বর্ষের থিম হল বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য 'পুতুল নাচ'। ক্লাব কর্তৃপক্ষ মণ্ডপ সজ্জার মাধ্যমে লোকশিল্পটিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরেছে।
advertisement
1/6

নিউ ব্যারাকপুরে শক্তি সংঘের ৭৫ তম বর্ষে মণ্ডপে তুলে ধরা হয়েছে বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যের ছোঁয়া পুতুল নাচ কে
advertisement
2/6
এবারের দুর্গোৎসবে তাই নিউ ব্যারাকপুর শক্তি সংঘের মণ্ডপে নতুন ভাবে ফিরে এসেছে বাংলার হারিয়ে যাওয়া শিল্প পুতুল নাচ। পুজোর ৭৫ তম বর্ষে ক্লাবের পক্ষ থেকে মণ্ডপসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে এই ঐতিহ্যের ইতিকথা
advertisement
3/6
মণ্ডপের চারপাশ জুড়ে সাজানো হয়েছে পুতুল নাচের নানা চরিত্র ও মডেল। দর্শনার্থীরা মণ্ডপে প্রবেশ করতেই দেখতে পাবেন পুতুল নাচের সেই সব দৃশ্য, যেভাবে একসময় বাংলার গ্রামেগঞ্জে এই শিল্পের আসর বসত
advertisement
4/6
অতীতে জনপ্রিয় হলেও আধুনিকতার ছোঁয়ায় ক্রমেই হারিয়ে গিয়েছে এই বিনোদনের মাধ্যম। আজকাল খুব কমই চোখে পড়ে পুতুল নাচ
advertisement
5/6
ক্লাবের উদ্যোক্তাদের দাবি, হারিয়ে যাওয়া এই লোকশিল্পকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই তাদের মূল উদ্দেশ্য। শুধু পুতুল নাচের মন্ডপ সজ্জা নয়, দর্শনার্থীদের এর মধ্যে দিয়ে মনে করিয়ে দেওয়া হচ্ছে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক প্রাচীন অধ্যায়কে
advertisement
6/6
অভিনব এই ভাবনার মণ্ডপ ইতিমধ্যেই কৌতূহল জাগিয়েছে দর্শকদের মধ্যে। অনেকে বলছেন, পুতুল নাচের মতো এক প্রাচীন শিল্পকে আবার নতুনভাবে সামনে এনে শক্তি সংঘ অন্যরকম বার্তা দিল দুর্গোৎসবের মঞ্চে থেকে
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য পুতুল নাচের ইতিকথা ফুটে উঠেছে নিউ ব্যারাকপুরের এই মন্ডপে