TRENDING:

Purba Bardhaman News: বিপর্যয় মোকাবিলা শিক্ষা স্কুলে! কাটোয়ায় ছাত্রছাত্রীদের জন্য সেফটি ক্যাম্প, কী কী শেখানো হল

Last Updated:
Purba Bardhaman News: অগ্নিকাণ্ড প্রতিরোধ, সিপিআর (CPR) পদ্ধতি, প্রাথমিক চিকিৎসা, এবং অন্যান্য জরুরি সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণের বাস্তব অনুশীলন করানো হয় ছাত্রছাত্রীদের। এতে অংশ নেয় অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ২৫০ জন পড়ুয়া।
advertisement
1/5
বিপর্যয় মোকাবিলা শিক্ষা স্কুলে! কাটোয়ায় ছাত্রছাত্রীদের জন্য সেফটি ক্যাম্প, কী কী শেখানো
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)-এর উদ্যোগে এবং কাটোয়া ১ নম্বর ব্লক প্রশাসনের সহযোগিতায় পানুহাট রাজমহিষীদেবী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বিশেষ স্কুল সেফটি প্রোগ্রাম। মূল লক্ষ্য, আপৎকালীন পরিস্থিতিতে পড়ুয়াদের মানসিক এবং ব্যবহারিকভাবে প্রস্তুত করা।
advertisement
2/5
এই কর্মসূচিতে অগ্নিকাণ্ড প্রতিরোধ, সিপিআর (CPR) পদ্ধতি, প্রাথমিক চিকিৎসা, এবং অন্যান্য জরুরি সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণের বাস্তব অনুশীলন করানো হয় ছাত্রছাত্রীদের। এতে অংশ নেয় অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ২৫০ জন পড়ুয়া।
advertisement
3/5
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন NDRF-এর সেকেন্ড ব্যাটালিয়নের আধিকারিকরা, কাটোয়া ১ নম্বর ব্লকের বিডিও ইন্দ্রজিৎ মাড়িক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমলাকান্ত চক্রবর্তী, এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।
advertisement
4/5
বিডিও ইন্দ্রজিৎ মাড়িক জানান, এই ধরনের প্রশিক্ষণ বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র প্রাকৃতিক বিপর্যয় নয়, দৈনন্দিন নানা সংকটেও পড়ুয়ারা যাতে সচেতন এবং আত্মনির্ভর হয়ে উঠতে পারে। তার জন্য এই কর্মসূচি অত্যন্ত ফলপ্রসূ।
advertisement
5/5
বিদ্যালয় প্রাঙ্গণে কার্যকর এবং প্রাণবন্ত এই প্রশিক্ষণ কর্মসূচি পড়ুয়াদের মধ্যে যথেষ্ট উৎসাহ এবং সচেতনতা তৈরি করেছে বলে জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Purba Bardhaman News: বিপর্যয় মোকাবিলা শিক্ষা স্কুলে! কাটোয়ায় ছাত্রছাত্রীদের জন্য সেফটি ক্যাম্প, কী কী শেখানো হল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল