TRENDING:

Digha Jagannath Temple: হাতে আর মাত্র ৯৬ ঘণ্টা...! খুলে যাবে দিঘা জগন্নাথ মন্দিরের দরজা, উদ্বোধন ঘিরে কী চলছে সৈকত শহরে? দেখুন ছবিতে

Last Updated:
Digha Jagannath Temple: উদ্বোধনের আগেই দিঘা শহরকে সাজিয়ে গুজিয়ে তোলার কাজ চলছে। একদিকে চন্দননগরের আলো দিয়ে সাজানো হচ্ছে পার্ক রাস্তাঘাট। অন্যদিকে দিঘা শহরজুড়ে বসছে প্রতীকী জগন্নাথে মন্দির।
advertisement
1/6
হাতে ৯৬ ঘণ্টা...! খুলে যাবে দিঘা জগন্নাথ মন্দিরের দরজা, উদ্বোধন ঘিরে কী চলছে সৈকত শহরে?
*মাঝে মাত্র আর তিনদিন, তারপর দিঘা জুড়ে শুরু হবে আনন্দ উৎসবের মহাযজ্ঞ। তার একমাত্র কারণ দিঘা জগন্নাথ ধাম ও সংস্কৃতি কেন্দ্রের উদ্বোধন।
advertisement
2/6
*উদ্বোধনের প্রস্তুতি ঘিরে ব্যস্ততা তুঙ্গে প্রশাসনিক মহলে। প্রতিদিন বিভিন্ন আধিকারিকেরা দিঘা জগন্নাথ মন্দির পরিদর্শন করছেন। আর উদ্বোধনের আগে শেষ মুহূর্তের কাজ শেষ করতে তৎপর প্রশাসন। হোম যজ্ঞের জন্য বাধা হয়েছে খড়ের আটচালা।
advertisement
3/6
*দিঘা জগন্নাথ মন্দির ঘিরে একাধিক কাজকর্ম চলছে। একদিকে নতুন স্নান ঘাট, অন্যদিকে রাস্তার উপর চৈতন্যদ্বার। তার পাশাপাশি জগন্নাথ মন্দির উদ্বোধনের ঘিরে রাস্তার পাশে বসানো হচ্ছে প্রতীকী জগন্নাথ মন্দির।
advertisement
4/6
*জগন্নাথ ধাম উদ্বোধনের অঙ্গ হিসাবেই, দিঘা সমুদ্র শহরের বিভিন্ন রাস্তায় এই প্রতীকী জগন্নাথ মন্দির বসানোর কাজ করছে প্রশাসন। প্রশাসন সূত্রে জানা যায় ওল্ড দিঘা থেকে নিউ দিঘা জুড়ে এই প্রতীকী জগন্নাথ মন্দির বসানো হবে।
advertisement
5/6
*রাস্তার পাশে প্রতিটি জগন্নাথ মন্দির বসানোর আগেই দিঘার রাস্তা জুড়ে ওয়াটার মেশিনগানের সাহায্যে জল স্প্রে করা হয়েছে, ধুলো সরানোর জন্য। অন্যদিকে দীঘার রাস্তা ও সমুদ্র সৈকতে চন্দননগরের আলোয় সেজে উঠছে। সব মিলিয়ে উদ্বোধন ঘিরে দিঘা নতুন সাজে সজ্জিত হতে চলেছে।
advertisement
6/6
*দিঘা জগন্নাথ ধাম মন্দির উদ্বোধন প্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক জানিয়েছেন, 'দিঘা জগন্নাথ ধাম, সংস্কৃতিকেন্দ্র দিঘা-সহ রাজ্যের পর্যটন মানচিত্রে এক বিশেষ জায়গা করে নেবে। জগন্নাথ ধাম দেখতেই বহু পর্যটক দিঘায় ছুটে আসবেন।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha Jagannath Temple: হাতে আর মাত্র ৯৬ ঘণ্টা...! খুলে যাবে দিঘা জগন্নাথ মন্দিরের দরজা, উদ্বোধন ঘিরে কী চলছে সৈকত শহরে? দেখুন ছবিতে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল