Cyclonic Circulation Alert: গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় ঘূর্ণাবর্ত, তুমুল তোলপাড় বাংলার জেলায়, জেলায়,তেড়ে বৃষ্টির দাপটে ভাসবে এলাকা
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Cyclonic Circulation Alert: বাংলায় সক্রিয় ঘূর্ণাবর্ত! জেলায়, জেলায় তোলপাড় করা বৃষ্টির আশঙ্কা...
advertisement
1/13

*আগস্টের শুরু থেকে এই বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের সব জেলা। সক্রিয় মৌসুমী অক্ষরেখা সেইসঙ্গে শক্তি বাড়াচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ। এই দুইয়ের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ফাইল ছবি।
advertisement
2/13
সকাল থেকেই শিলিগুড়িতে মেঘলা আকাশ। পাহাড়েও আকাশের মুখ ভার হয়ে রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পার্বত্য এলাকায় বৃষ্টি হবে।
advertisement
3/13
*দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে। চলতি সপ্তাহের সব দিনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মূলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ আরও শক্তি বাড়াচ্ছে। আর তারই প্রভাবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টি চলবে। ফাইল ছবি।
advertisement
4/13
*উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি ছাড়া উত্তরবঙ্গের সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। পার্বত্য অঞ্চল ছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফাইল ছবি।
advertisement
5/13
*বুধবার রাজ্য জুড়েই কোথাও ভারী বৃষ্টি আবার কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে বজ্রপাতের সতর্কতাও দিয়েছিল হাওয়া অফিস। সেই মতো বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণের জেলায় জেলায়। ফাইল ছবি।
advertisement
6/13
*গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ আরও শক্তিশালী হচ্ছে। তাঁর প্রভাবে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে। ফাইল ছবি।
advertisement
7/13
*আজ বুধবার সকাল থেকেই দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার আকাশ ছিল আংশিক মেঘলা। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ছিল মেঘলা আকাশ ও বৃষ্টি হয়েছে কোথাও ঝিরিঝিরি, কোথাও ঝমঝমিয়ে। ফাইল ছবি।
advertisement
8/13
*বৃষ্টির পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। বৃষ্টির কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বুধবার রাজ্যজুড়ে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। দুপুরের পর দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি নেমেছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। ফাইল ছবি।
advertisement
9/13
*দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার আকাশ মেঘলা রয়েছে। আর্দ্রতাজনিত অস্বস্তিও ছিল। শেষ ২৪ ঘণ্টায় দিঘার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। ৩১ জুলাই বুধবার দিঘার তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৬ শতাংশ। ফাইল ছবি।
advertisement
10/13
চলতি সপ্তাহে গোটা রাজ্যেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় ফের ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
11/13
বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙে।
advertisement
12/13
শুক্রবার পার্বত্য জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই চার জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
advertisement
13/13
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। ৬ অগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Cyclonic Circulation Alert: গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় ঘূর্ণাবর্ত, তুমুল তোলপাড় বাংলার জেলায়, জেলায়,তেড়ে বৃষ্টির দাপটে ভাসবে এলাকা