TRENDING:

Indian Railways: প্যাসেঞ্জার ট্রেন বাতিল! দেরিতে ছুটবে দূরপাল্লার ট্রেন! কোন কোন রুটে দ্রুত জেনে নিন

Last Updated:
Train Cancel: মালদহ ডিভিশনের ভাগলপুর জামালপুর সেকশনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে, আগামীর সপ্তাহে প্যাসেঞ্জার ও দূরপাল্লার ট্রেন চলাচলের নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত রেলের
advertisement
1/5
প্যাসেঞ্জার ট্রেন বাতিল! দেরিতে ছুটবে দূরপাল্লার ট্রেন! কোন কোন রুটে দ্রুত জেনে নিন
বাতিল প্যাসেঞ্জার ট্রেন, সময়ের থেকে দেরিতে ছাড়বে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন। ইতিমধ্যে রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী সপ্তাহে টানা নয়, এক দুই দিনের ব্যবধানে বাতিল রয়েছে প্যাসেঞ্জার ট্রেন, দেরিতে ছাড়বে কয়েকটি এক্সপ্রেস ট্রেন। (হরষিত সিংহ)
advertisement
2/5
কিন্তু কেন রেলের এমন সিদ্ধান্ত। কারণ আগামী সপ্তাহে মালদহ ডিভিশনের একটি রুটে রেল লাইন রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এই তালিকায় আপনার ট্রেন রয়েছে কিনা দেখে নিন।
advertisement
3/5
মালদহ ডিভিশনের ভাগলপুর জামালপুর সেকশনের সুলতানগঞ্জ ও কল্যাণপুর রোড স্টেশনে মধ্যে কাজ চলবে। তাই আগামী ১৭, ১৯,২৩,২৪ এপ্রিল, ১,৩,৭ও ৮ মে সুলতানগঞ্জ এবং কল্যাণপুর রোড স্টেশনের মধ্যে উভয় লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে।
advertisement
4/5
১৭, ২৪ এপ্রিল, ১ ও ৮ মে ট্রেনের নিয়ন্ত্রণ: বাতিল০৩৪৫৯ জামালপুর – ভাগলপুর প্যাসেঞ্জার, দেরিতে ছাড়বে ১৩০৩১ হাওড়া-জয়নগর এক্সপ্রেস ৯০ মিনিট নিয়ন্ত্রিত হবে। ১৩৪১৫ মালদহ শহর-পাটনা এক্সপ্রেস ৩০ মিনিট নিয়ন্ত্রিত হবে এবং১৩৪৮৩/১৩ ফারাক্কা এক্সপ্রেস ৩০ মিনিট নিয়ন্ত্রিত হবে।
advertisement
5/5
১৯,২৩ এপ্রিল, ৩ ও ৭ মে তারিখে ট্রেনের নিয়ন্ত্রণ: বাতিল০৩৪৫৯ জামালপুর – ভাগলপুর প্যাসেঞ্জার , দেরিতে ছাড়বে:১৩০৩১ হাওড়া-জয়নগর এক্সপ্রেস ৬০ মিনিট নিয়ন্ত্রিত হবে১৩৪১৫ মালদহ শহর-পাটনা এক্সপ্রেস ৭০ মিনিট নিয়ন্ত্রিত হবে এবং১৩৪৮৩/১৩ ফারাক্কা এক্সপ্রেস ৭৫ মিনিট নিয়ন্ত্রিত হবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Indian Railways: প্যাসেঞ্জার ট্রেন বাতিল! দেরিতে ছুটবে দূরপাল্লার ট্রেন! কোন কোন রুটে দ্রুত জেনে নিন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল