TRENDING:

Operation Sindoor: জঙ্গিদের সঙ্গে লড়ে শহিদ হন সেনা জওয়ান ঝন্টু শেখ, অপারেশন সিঁদুরের পরে কী বলল ঝন্টুর পরিবার?

Last Updated:
Operation Sindoor: বুধবার ভোর রাতে পাকিস্তানের জঙ্গি ঘাটি গুরিয়ে দিয়েছে ভারতীয় সেনা। সেই ঘটনায় খুশি এমনটাই প্রতিক্রিয়া শহীদ ঝন্টু আলী শেখের দাদার
advertisement
1/4
জঙ্গিদের সঙ্গে লড়ে শহিদ হন সেনা জওয়ান ঝন্টু,অপারেশন সিঁদুরের পরে কী বলল ঝন্টুর পরিবার?
নদিয়া: পেহেলগাওয়ে জঙ্গি হানায় ২৬ পর্যটকদের মৃত্যুর ঘটনার পর জঙ্গি দমন করতে গিয়ে উধমপুরে জঙ্গিদের গুলিতে শহীদ হন তেহট্টের পাথরঘাটার সেনা জওয়ান ঝন্টু আলি শেখ। সেই ঘটনায় ভারতীয় সেনা বদলা নেবে, বারবার এমনই দাবি করেছিলেন ভারতীয় সেনায় কর্মরত শহীদ ঝন্টু আলী শেখের দাদা রফিকুল শেখ।
advertisement
2/4
বুধবার ভোর রাতে পাকিস্তানের জঙ্গি ঘাটি গুরিয়ে দিয়েছে ভারতীয় সেনা। সেই ঘটনায় খুশি এমনটাই প্রতিক্রিয়া দিলেন শহিদ ঝন্টু আলি শেখের দাদার। "ভারতের এই উদ্যোগে আমি খুশি, ভারতীয় সেনারা সবাই আমার সন্তান, দেশে শান্তি চাই", এমনটাই প্রতিক্রিয়া শহীদ ঝন্টু আলি শেখের বাবা সবুর আলি শেখের।
advertisement
3/4
এই প্রসঙ্গে ঝন্টু আলি শেখের দাদা বলেন, "আমি খুবই খুশি। আগেই বলেছি, ভারতীয় সেনা বদলা নিচ্ছে, পরেও নেবে। আমার শহিদ হওয়া ভাই এবং পহেলগাঁওয়ে নিহতদের বদলা নিল ভারত"।
advertisement
4/4
উল্লেখ্য দিন কয়েক আগে কাশ্মীরের পেহেলগাও তে ২৬ জন পর্যটকদের হত্যা করা হয়। জানা যায় সেই সমস্ত জঙ্গিরা পাকিস্তান মদতপুস্ট। এরপরেই প্রতিশোধের আগুনে ফুঁসছিল গোটা দেশ। বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল ভারতের পাল্টা জবাব দেওয়ার। সেই জল্পনাই সত্যি করে বুধবার ভোররাতে আনুমানিক রাত দুটো নাগাদ পাকিস্তানের বেশ কয়েকটি জঙ্গি সংগঠন ঘাঁটিতে এয়ার স্ট্রাইক করে। যার ফলে বেশকিছু জঙ্গি সংগঠন নিঃশেষ হয়। আর এই খবর প্রচার হতেই খুশির জোয়ার ভারতবাসীর মধ্যে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Operation Sindoor: জঙ্গিদের সঙ্গে লড়ে শহিদ হন সেনা জওয়ান ঝন্টু শেখ, অপারেশন সিঁদুরের পরে কী বলল ঝন্টুর পরিবার?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল