Akher Rosh: গরমে যখন তখন আখের রস খাচ্ছেন? জানেন উপকারের মত করছে অপকারও!
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
West Bardhaman News: গরমে শরীরকে জলশূন্যতার হাত থেকে রেহাই দিতে পারে আখের রস।গলা ভেজাতে অনেকেই চুমুক দিচ্ছেন আখের রসের গ্লাসে। কিন্তু জানেন আখের রস খেলে কি হয়?
advertisement
1/5

গরমে রাস্তায় বেরিয়ে সবাই খুঁজছেন ঠান্ডা। গলা ভেজাতে অনেকেই চুমুক দিচ্ছেন আখের রসের গ্লাসে। কিন্তু জানেন আখের রস খেলে কি হয়?
advertisement
2/5
পেটের রোগ বিশেষজ্ঞ চিকিৎসক অরণ্য সরকার বলছেন, আখের রসে প্রচুর পরিমাণে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এবং ক্যালোরি থাকে।
advertisement
3/5
তিনি বলছেন, গরমে শরীরকে জলশূন্যতার হাত থেকে রেহাই দিতে পারে আখের রস। দেয় শরীরের প্রয়োজনীয় উপাদান।
advertisement
4/5
গরমকালে জন্ডিস হওয়ার আশঙ্কা থাকে ব্যাপকভাবে। তিনি বলছেন আখের রস শরীরকে জন্ডিস থেকে দূরে থাকতে সাহায্য করে।
advertisement
5/5
তবে সারাদিনের দু'গ্লাসের বেশি আখের রস না খাওয়ার পরামর্শ দিয়েছেন এই চিকিৎসক। তিনি জানিয়েছেন, বেশি আখের রস খেলে কোষ্ঠকাঠিন্য, রক্ত পাতলা হওয়া সহ একাধিক সমস্যা দেখা দিতে পারে।