TRENDING:

Payel Mithai Sarkar: সরস্বতী পুজোর পুণ্যলগ্নে অনবদ্য উদ্যোগ, দুঃস্থ মাধ্যমিক পরীক্ষার্থীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেত্রী পায়েল মিঠাই সরকার

Last Updated:
মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে নিজের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য সরস্বতী পুজোর পুণ্যলগ্নে সোমবার রিষড়ায় পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী পায়েল মিঠাই সরকার।
advertisement
1/6
সরস্বতী পুজোর পুণ্যলগ্নে অনবদ্য উদ্যোগ, দুঃস্থ মাধ্যমিক পরীক্ষার্থীদের দিকে সাহায্যের হাত
মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে সরস্বতী পুজোর পুণ্য লগ্নে মেতে উঠেছিলেন গোটা বাংলার মানুষ। কচি-কাঁচা থেকে শুরু করে সব বয়সের মানুষই ব্রতী হয়েছিলেন বাগদেবীর আরাধনায়। এদিকে এরই মাঝে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে আগামী ১০ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ থেকে। ফলে হাতে আর মাত্র কয়েকটি দিনই বাকি রয়েছে। আর মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে নিজের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য সরস্বতী পুজোর পুণ্যলগ্নে সোমবার রিষড়ায় পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী পায়েল মিঠাই সরকার।
advertisement
2/6
সেখানে আর্থিক ভাবে পিছিয়ে পড়া মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিষড়ার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ দাস এবং ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝুম্পা দাস সরকার। এর পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সমাজসেবক তপন সিকদার, সমাজসেবিকা সুদীপা চট্টোপাধ্যায় এবং সমাজসেবক সঞ্জীব দাসও।
advertisement
3/6
মূলত দুঃস্থ মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্যই সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে এহেন উদ্যোগ গ্রহণ করেছিলেন অভিনেত্রী পায়েল মিঠাই সরকার।
advertisement
4/6
আসলে সেখানকার কিছু পরীক্ষার্থী চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় বসবেন। অথচ তাদের অর্থনৈতিক অবস্থা সেরকম ভাল নয়। তবে দারিদ্র্যের সঙ্গে লড়াই করেও টেস্ট পরীক্ষায় তারা ৮০ থেকে ৮৫ শতাংশ নম্বর পেয়েছে। এমন পরীক্ষার্থীদের হাতে মাধ্যমিক পরীক্ষার জন্য যাবতীয় সরঞ্জাম যেমন - খাতা, পেন, পেন্সিল, জ্যামিতি বক্স, ব্যাগ ইত্যাদি তুলে দেওয়া হল। এখানেই শেষ নয়, এর পাশাপাশি প্রত্যেক পরীক্ষার্থীর হাতে ৫০০ টাকা করেও তুলে দেওয়া হয়েছে।
advertisement
5/6
এই প্রসঙ্গে অভিনেত্রী পায়েল জানিয়েছেন যে, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারেন এবং সব মহিলার জন্য ৫০০ টাকা করে দিতে পারেন, তাহলে আমরা কেন একসঙ্গে জোটবদ্ধ হয়ে অথনৈতিক ভাবে সাহায্য করতে পারব না? যদিও বা এইটা এখন বেড়েছে। তবে আমরাও আজ থেকে ৫০০ টাকা দিয়ে এই উদ্যোগ শুরু করলাম। আর এই সকল পরীক্ষার্থীদের মধ্যে যারা মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাবে, তাদের মধ্যে একজন ছাত্র এবং ছাত্রীকে ৫০০০ টাকা করে তুলে দেওয়া হবে।”
advertisement
6/6
সোমবারের এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু দিল্লিতে থাকার কারণে তিনি সেখানে উপস্থিত হতে পারেননি। অভিনেত্রী পায়েল মিঠাই সরকারের এই অনবদ্য উদ্যোগের জন্য আগামী সময়ের জন্য রইল অনেক অনেক অভিনন্দন।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Payel Mithai Sarkar: সরস্বতী পুজোর পুণ্যলগ্নে অনবদ্য উদ্যোগ, দুঃস্থ মাধ্যমিক পরীক্ষার্থীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেত্রী পায়েল মিঠাই সরকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল