West Bengal news: বন্দে মাতরমের ১৫০ বছর! লালগোলা রাজবাড়ির সঙ্গে জড়িয়ে স্মৃতি, হাজির বিজেপি নেতা দিলীপ ঘোষ
- Published by:Ratnadeep Ray
- local18
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
Dilip Ghosh: বন্দে মাতরমের ১৫০ বছর। হঠাৎই লালগোলা রাজবাড়িতে হাজির বিজেপি নেতা দিলীপ ঘোষ। ঘুরে দেখলেন রাজবাড়ি ও কালী মন্দির। বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় যেখান থেকে বন্দে মাতরম গানের কিছু শ্লোক লিখেছিলেন। হঠাৎই পরিদর্শন করেন দিলীপ।
advertisement
1/6

লালগোলা, তন্ময় মন্ডল: বন্দে মাতরমের ১৫০ বছর। হঠাৎই লালগোলা রাজবাড়িতে হাজির বিজেপি নেতা দিলীপ ঘোষ। ঘুরে দেখলেন রাজবাড়ি ও কালী মন্দির। বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় যেখান থেকে বন্দে মাতরম গানের কিছু শ্লোক লিখেছিলেন। হঠাৎই পরিদর্শন করেন দিলীপ।
advertisement
2/6
মুর্শিদাবাদের লালগোলা রাজবাড়ির সেই ঘর, যেখানে বসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন বিখ্যাত উপন্যাস ‘আনন্দমঠ’ এবং সেই গান ‘বন্দে মাতরম।'
advertisement
3/6
লালগোলা রাজবাড়ির সমৃদ্ধশালী জগদ্ধাত্রী মন্দির, এর ২৫ মিটার দূরে রাজবাড়ির কালীবাড়ি এবং আরও ২৫ মিটার দূরে বনের মধ্যে রাজপরিবারের দুর্গামন্দির অবস্থিত। ১৮৭৪–এর ১ বা ২ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন লিখেছিলেন। উপন্যাসে বারবার মাঘী পূর্ণিমার উল্লেখ পাওয়া যায়। যে ঘরে বসে গানটি লিখেছিলেন, তা এখন ভগ্নপ্রায়। রাজবাড়ির যে গেস্ট হাউসে বঙ্কিম থাকতেন, সেটি কারা দফতর হাতে নিয়েছে। তারও ভগ্নদশা।
advertisement
4/6
যোগেন্দ্রনারায়ণ রায়ের স্মৃতি বিজরিত অন্যতম নিদর্শন হচ্ছে এই লালগোলা রাজবাড়ি। লালগোলা রাজবাড়ি বর্তমানে ভগ্নদশায় পরিণত হয়েছে। যার কারণে ইতিহাসকে সংরক্ষণ করার দাবি করেছেন সকলেই।
advertisement
5/6
পদ্মারচর, মুক্তকারাগার, কলকলি নদী, ‘হাজারদুয়ারি’ নামে লালগোলার রাজবাড়ির অতিথিশালা ও বঙ্কিমচন্দ্রের স্মৃতিবিজড়িত শৃঙ্খলিত কালীমূর্তি নিয়ে পর্যটনকেন্দ্রের প্রস্তাব এখনও বিশ বাঁও জলের তলায়। লালগোলা রাজবাড়ি পর্যটন কেন্দ্র গড়ে উঠলে পর্যটকদের ভিড় হবে বলে আশা।
advertisement
6/6
রাজবাড়ি থেকে কালী মন্দির সব কিছু দেখেই আবেগপ্রবণ হয়ে পড়েন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেই তিনি রাজবাড়ি পরিদর্শনে যান।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bengal news: বন্দে মাতরমের ১৫০ বছর! লালগোলা রাজবাড়ির সঙ্গে জড়িয়ে স্মৃতি, হাজির বিজেপি নেতা দিলীপ ঘোষ