North Bengal Weather Alert|| গরম থেকে বাঁচতে উত্তরবঙ্গে, গরমের দাপটে নাজেহাল জেলা
- Published by:Debalina Datta
Last Updated:
North Bengal Weather Alert|| এখনই মেঘ সঞ্চারের কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। তাই সবাইকে সাবধান হয়ে চলতে হবে।বাইরে চলাফেরার ক্ষেত্রে তো বটেই, চাষবাসের ক্ষেত্রেও হঠাৎ করে সমস্যা তৈরি হতে পারে।
advertisement
1/5

শিলিগুড়ি: উত্তরবঙ্গে চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। গরমে নাভিশ্বাস অবস্থা প্রায় সব জেলাতেই। ইতিমধ্যেই কিছু জেলায় তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি বাড়তে পারে।
advertisement
2/5
কারণ, সামনে মেঘের আনাগোনা প্রায় নেই । আবহাওয়া দফতরের আধিকারিকেরা জানান, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে না। তাই বিক্ষিপ্ত ভাবে কালবৈশাখী বা বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হওয়ারও কোনও সম্ভাবনার আশ্বাস এখনই তাঁরা শোনাতে পারছেন না।
advertisement
3/5
এই পরিস্থিতিতে প্রতিটি জেলাকেই সতর্ক করা হয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের সিকিমের ভারপ্রাপ্ত অধিকারিক গোপীনাথ রাহা বলেন, “তাপমাত্রা আরও দু-এক ডিগ্রি বাড়বে। কারণ, এখনই মেঘ সঞ্চারের কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। তাই সবাইকে সাবধান হয়ে চলতে হবে।” বাইরে চলাফেরার ক্ষেত্রে তো বটেই, চাষবাসের ক্ষেত্রেও হঠাৎ করে সমস্যা তৈরি হতে পারে। তবে, ২০১৬ সালে এই সময় উত্তরবঙ্গের তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছিল। আবার সেই গা পোড়ানো গরমের পুনরাবৃত্তি হতে পারে বলে খবর আবহাওয়া দফতরের।
advertisement
4/5
শিলিগুড়ি সমতল, কোচবিহার, জলপাইগুড়ির মতো এলাকাতেও একই ভাবে প্রভাব ফেলেছে বলেই জানাচ্ছেন আবহাওয়া আধিকারিকরা। মালদা , উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জেলায় তাপমাত্রা ছড়িয়েছে ৪০ ডিগ্রি।
advertisement
5/5
বেলা গড়াতেই রোদের তাপে বাইরে বের হওয়া যাচ্ছে না। গরম বাতাসের দ্রুত শরীর অসুস্থ হয়ে পড়ছে। আবহাওয়া আধিকারিকেরা জানান, উত্তর-পশ্চিম ভারতের বাতাস পাথুরে জমির উপর দিয়ে বয়ে আসে বলে মার্চ-এপ্রিলে এমনিতেই গরম থাকে। তা উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঢুকে পড়ছে। কিছু দিন আগেও বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত ছিল। তার জেরে, জলীয় বাষ্প উত্তরবঙ্গে ঢুকছিল বলে মেঘও তৈরি হচ্ছিল। কিন্তু এখন আগামী কয়েক দিন এই সম্ভাবনাও নেই বলেই জানাচ্ছেন ওই আধিকারিকেরা। Input- Anirban Roy