Knowledge Story: আলু, পেঁয়াজ তো সবার জানা! পটলকে ইংরেজিতে কী বলে জানেন? ৯৯ শতাংশই কিন্তু ফেল
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Knowledge Story: যে সবজিকে প্রায় রোজই দেখেন, তার ইংরেজিটি নামটি কি কখনও ভেবে দেখেছেন? আলু, বেগুন, পেঁয়াজের মতো সবজিগুলির ইংরেজি নাম জানা থাকলেও পটলের ক্ষেত্রে বেগ পেতে হয় অনেককেই।
advertisement
1/6

পটল এমন এক সবজি, যা কমবেশি সকলের রান্নাঘরেই থাকে। পছন্দ হোক বা না হোক, সকলের পাতেই এই সবজি দিয়ে কোনও না কোনও পদ রাখা হয়।
advertisement
2/6
পটল শরীরের পক্ষে উপকারী। এতে প্রচুর পরিমানে ভিটামিন A, B1, B2, C থাকে। এ ছাড়াও এই সবজি ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম সম্পন্ন।
advertisement
3/6
পটল রক্ত পরিশুদ্ধ করতে সাহায্য করে। ত্বকও ভাল রাখতেও এই সবজির অবদান থাকে।
advertisement
4/6
পটলে প্রচুর পরিমাণ তন্তু থাকে। যার ফলে এই সবজি হজম প্রক্রিয়া ঠিক রাখতে সাহায্য করে। লিভারের সমস্যাও দূর রাখে পটল।
advertisement
5/6
যে সবজিকে প্রায় রোজই দেখেন, তার ইংরেজিটি নামটি কি কখনও ভেবে দেখেছেন? আলু, বেগুন, পেঁয়াজের মতো সবজিগুলির ইংরেজি নাম জানা থাকলেও পটলের ক্ষেত্রে বেগ পেতে হয় অনেককেই।
advertisement
6/6
পটলের ইংরেজি নাম 'পয়েন্টেড গোর্ড' (Pointed gourd)। উইকিপিডিয়া বলছে, ভারতের অনেক অংশে এটিকে পারওয়াল (parval) বা গ্রিন পোট্যাটো বলে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: আলু, পেঁয়াজ তো সবার জানা! পটলকে ইংরেজিতে কী বলে জানেন? ৯৯ শতাংশই কিন্তু ফেল