ধবধবে সাদা ওটা কিসের সঙ্গে খেলছে বিড়াল? কাছে যেতেই শিউরে উঠলেন সবাই!... এ তো বিরল সেই সাপ!
- Reported by:SUROJIT DEY
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
ধূপগুড়ি শহরের ৭ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে এই বিরল সাপটি দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ১১টা নাগাদ ওই বাড়ির বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে উঠোনে দেখতে পান একটি বিড়াল একটি গোখরা সাপ নিয়ে খেলছে।
advertisement
1/5

ধবধবে সাদা ওটা কিসের সঙ্গে খেলছে বিড়াল? সামনে এসে বোঝা মাত্রই চক্ষু চড়ক গাছ। এ যে বিরল প্রজাতির সাদা গোখরো। ধূপগুড়ি শহরে বিরল প্রজাতির সাদা রঙের গোখরা সাপ উদ্ধারের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল।
advertisement
2/5
ধূপগুড়ি শহরের ৭ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে এই বিরল সাপটি দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ১১টা নাগাদ ওই বাড়ির বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে উঠোনে দেখতে পান একটি বিড়াল একটি গোখরা সাপ নিয়ে খেলছে। বিষয়টি নজরে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। কাছ থেকে দেখা যায়, সেটি সাধারণ গোখরা নয়, বরং একটি বিরল সাদা রঙের গোখরা সাপ।
advertisement
3/5
ঘটনার পরপরই এলাকার বাসিন্দা শোভন নাগ দ্রুত ধূপগুড়ি এনিমেল লাভার্স নামক পরিবেশপ্রেমী সংস্থাকে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অত্যন্ত দক্ষতার সঙ্গে সাপটিকে উদ্ধার করেন।পরিবেশপ্রেমীরা জানান, এই ধরনের সাদা রঙের গোখরা সাপ অত্যন্ত বিরল এবং সাধারণত চোখে পড়ে না।
advertisement
4/5
তাই সাপটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়েছে, যাতে তা আবার প্রাকৃতিক পরিবেশে ফিরে যেতে পারে।তবে কোথা থেকে এই বিরল সাদা গোখরা সাপটি ধূপগুড়ি শহরে এল, তা নিয়ে এলাকাবাসীর মধ্যে কৌতূহল ও জল্পনা তৈরি হয়েছে।
advertisement
5/5
অনেকেই মনে করছেন, বনাঞ্চল সঙ্কুচিত হওয়ার ফলেই বন্যপ্রাণীরা ক্রমশ লোকালয়ে ঢুকে পড়ছে।,
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ধবধবে সাদা ওটা কিসের সঙ্গে খেলছে বিড়াল? কাছে যেতেই শিউরে উঠলেন সবাই!... এ তো বিরল সেই সাপ!