TRENDING:

Knowledge story: কিছু রেল স্টেশনের নামের শেষে কেন রোড লেখা থাকে? ৯৯ শতাংশ মানুষই বলতে পারবেন না

Last Updated:
advertisement
1/6
কিছু রেল স্টেশনের নামের শেষে কেন রোড লেখা থাকে? ৯৯ শতাংশ মানুষই বলতে পারবেন না
পৃথিবীর বৃহত্তম রেল পরিষেবাগুলির মধ্যে অন্যতম ভারতীয় রেল৷ গোটা দেশ জুড়ে ছড়িয়ে থাকা ভারতীয় রেলের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক অজানা এবং অভিনব তথ্য৷
advertisement
2/6
যেমন অনেক রেল স্টেশনের নামের শেষ রোড শব্দটি থাকে৷ কিন্তু কখনও ভেবে দেখেছেন, রেল স্টেশনের নামের সঙ্গে কেন রোড কথাটি যুক্ত করা থাকে?
advertisement
3/6
এর পিছনেও কিন্তু নির্দিষ্ট কারণ রয়েছে৷ জি নিউজ-এ প্রকাশিত একটি প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে৷
advertisement
4/6
ওই প্রতিবেদনে বলা হয়েছে, যে স্টেশনগুলির নামের সঙ্গে রোড শব্দটি লেখা থাকে, সেখান থেকে শহরের দূরত্ব অনেকটাই বেশি হয়৷
advertisement
5/6
সম্ভবত এই রেল স্টেশনগুলি যখন তৈরি হয়েছিল, তখন বিভিন্ন অসুবিধার কারণে মূল শহরের কাছাকাছি স্টেশন তৈরি করা সম্ভব হয়নি৷ সময়ের সঙ্গে সঙ্গে স্টেশনের কাছে শহর গড়ে উঠেছে৷
advertisement
6/6
উদাহরণ হিসেবে হাজারিবাগ রোড, ভাসাই রোড, রাঁচি রোড, আবু রোড স্টেশনগুলির কথা বলা যায়৷ যেমন মাউন্ট আবুতে রেল লাইন পাতা মুশকিল বলে সেখান থেকে ২৭ কিলোমিটার দূরে রেল স্টেশন তৈরি হয়েছে৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge story: কিছু রেল স্টেশনের নামের শেষে কেন রোড লেখা থাকে? ৯৯ শতাংশ মানুষই বলতে পারবেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল