TRENDING:

Ind vs Pak Currency: ভারতকে শক্তি দেখায়, টাকা নিয়ে লড়াইতে এলে এক্বেবারে চুনোপুঁটি পাকিস্তান, ভারতের এক লক্ষ টাকা পাকিস্তান এখন কত্ত জানেন

Last Updated:
Ind vs Pak Currency: ভারতের বিরুদ্ধে বেশি লাফিয়ে লাভ নেই পাকিস্তানের বিশ্ববাজারে ভারতের টাকা বলে বলে গোল দেবে প্রতিবেশী শত্রু দেশকে
advertisement
1/6
টাকা নিয়ে লড়াইতে এক্বেবারে চুনোপুঁটি পাকিস্তান,ভারতে ১ লাখ টাকা পাকিস্তানে কত
কোনও দেশের মুদ্রার মূল্য ডলারের নিরিখে কোথায় দাঁড়িয়ে তাই সে দেশের অর্থনীতির প্রতিফলন। সাধারণত বিশ্বজুড়ে লেনদেনের জন্য ডলার ব্যবহার করা হয়। যে কোনও দেশের মুদ্রার মূল্য US ডলার (USD) এর নিরিখে পরিমাপ করা হয়। কিন্তু আজ আমরা আপনাদের বলব, প্রতিবেশী দেশ পাকিস্তানের তুলনায় ভারতের মুদ্রার মূল্য কতটা বেশি!
advertisement
2/6
ভারতের পড়শি অথচ যাদের সঙ্গে ভারতের কাঁটে কা টক্কর অর্থাৎ পাকিস্তানের টাকার মূল্যের পার্থক্য জানেন৷ এতটাই তফাৎ যে কেউ যদি এক লাখ ভারতীয় টাকা নিয়ে পাকিস্তানে যান, তা হলে সেই টাকার মূল্য কয়েক গুণ বেড়ে যাবে৷ বৃহস্পতিবার ভারতীয় টাকা সর্বনিম্ন মান পৌঁছে ডলার প্রতি ৮৫.০৯ টাকায় পৌঁছেছে। তবুও পাকিস্তানকে বলে বলে গোল দিচ্ছে ভারত৷
advertisement
3/6
ডলারের নিরিখে মূল্য বিচার করলে পাকিস্তানি টাকার অবস্থা খুবই খারাপ। এক মার্কিন ডলারের মূল্য ২৭৯.৩৮ পাকিস্তানি টাকা। গত কয়েক বছরে ডলারের সাপেক্ষে পাকিস্তানি টাকার মূল্য ক্রমাগত পতন হয়েছে।
advertisement
4/6
আন্তর্জাতিক মুদ্রা অনুযায়ী, পাকিস্তানে ভারতের এক টাকার মূল্য ৩.২৮ টাকা। অর্থাৎ, যদি ভারতের এক টাকা পাকিস্তানি টাকায় রূপান্তরিত হয় তবে তা হয় ৩.২৮ টাকা হবে।
advertisement
5/6
যদি কেউ ১ লক্ষ ভারতীয় টাকা (₹) নিয়ে পাকিস্তানে যায়, তা হলে তার মূল্য হবে ৩২৮০০১.৯০ পাকিস্তানি টাকা। যদি একজন পাকিস্তানি তাঁর দেশ থেকে ১ লক্ষ টাকা নিয়ে ভারতে আসেন, তা হলে ভারতে সেই টাকার মূল্য হবে মাত্র ৩০৪৮৭.৬৩ টাকা (₹)।
advertisement
6/6
অর্থনৈতিক সংকটে পাকিস্তানের সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা গত কয়েক বছরে ক্রমশ খারাপ হয়েছে। মুদ্রাস্ফীতি বাড়ছে। নির্বাচনের পর শাহবাজ শরীফের নতুন সরকার হয়েছে সেখানে। কিন্তু এর পরেও পাকিস্তান আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে পারছে না।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Ind vs Pak Currency: ভারতকে শক্তি দেখায়, টাকা নিয়ে লড়াইতে এলে এক্বেবারে চুনোপুঁটি পাকিস্তান, ভারতের এক লক্ষ টাকা পাকিস্তান এখন কত্ত জানেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল