বিষধর সাপের 'বিষ' মুহূর্তে নামিয়ে দেয় কোন 'গাছ' জানেন...? শুনলেই কিন্তু চমকাবেন 'নামে'!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
General Knowledge: আজ এই প্রতিবেদনে আমরা এমনই কিছু প্রশ্ন এবং উত্তর শেয়ার করছি যা পড়ে আপনি আপনার দৈনন্দিন জীবনের এমন অনেক জ্ঞান বৃদ্ধি করতে পারেন যা বড় কোনও জীবন ঝুঁকিতে বিপদের হাত থেকে বাঁচিয়ে দিতেও পারে আপনাকে।
advertisement
1/14

সাধারণ জ্ঞানের চর্চা আমাদের যেমন মানসিক ক্ষমতা বিকাশ, সামাজিক ও মানসিক দক্ষতা, যুক্তি ও চিন্তাভাবনার দক্ষতা বাড়িয়ে দেয় তেমনই নিয়মিত এই জিকের চর্চা আত্মবিশ্বাস তৈরিতেও সহায়তা করে ম্যাজিকের মতো।
advertisement
2/14
আজকাল সোশ্যাল মিডিয়াতেও সাধারণ জ্ঞানমূলক নানা ক্যুইজ ও চর্চা চলছে যা একদিকে যেমন মজাদার তেমনই আবার এই প্রশ্নোত্তরই নানা প্রতিযোগিতামূলক পরীক্ষায় হয়ে যেতে পারে তুরুপের তাস।
advertisement
3/14
আবার কিছু কিছু প্রশ্ন জীবন ও স্বাস্থ্য সম্পর্কিত এমন জ্ঞান শেয়ার করে যা দৈনন্দিন জীবনে নানা মুহূর্তে কার্যকরী ভূমিকা নিতে পারে। তাই বর্তমান প্রজন্মের মধ্যে ক্রমশ বাড়ছে সাধারণ জ্ঞানের চর্চার প্রবণতা।
advertisement
4/14
আজ এই প্রতিবেদনে আমরা এমনই কিছু প্রশ্ন এবং উত্তর শেয়ার করছি যা পড়ে আপনি আপনার দৈনন্দিন জীবনের এমন অনেক জ্ঞান বৃদ্ধি করতে পারেন যা বড় কোনও জীবন ঝুঁকিতে বিপদের হাত থেকে বাঁচিয়ে দিতেও পারে আপনাকে।
advertisement
5/14
সাধারণ জ্ঞান (জিকে) আমাদের কেবল শিক্ষাক্ষেত্রেই যে কাজে লাগে তা নয়। এমনকি স্কুলের গণ্ডির বাইরেও জীবনের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জনে সহায়তা করে এই সব তথ্য। সাধারণ জ্ঞানমূলক তথ্য এবং পরিসংখ্যানের চেয়েও এগুলি বেশি কিছু। আসুন জেনে নেওয়া যাক চমকপ্রদ এইসব প্রশ্ন ও তার সঠিক উত্তর।
advertisement
6/14
প্রশ্ন ১- ৭টি নদীর দেশ কোনটি?উত্তর ১- ৭টি নদীর দেশ বলতে সাধারণত ভারতকে বোঝানো হয়, যা প্রাচীন ঋগ্বেদে 'সপ্ত সিন্ধু' নামে পরিচিত ছিল, এবং এটি পঞ্জাব অঞ্চলের সিন্ধু ও তার উপনদীগুলোকে নির্দেশ করে।অন্যদিকে, অসংখ্য নদীর কারণে বাংলাদেশকেও 'নদীর দেশ' বলা হয়, যেখানে গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনার মতো প্রধান নদী রয়েছে। তাই বাংলাদেশকেও ৭টি নদীর দেশ বলা হয়।
advertisement
7/14
প্রশ্ন ২: কোন নদীর জল সবসময় গরম থাকে?উত্তর ২: শুনলে অবাক লাগলেও দক্ষিণ আমেরিকার পেরুর একটি নদী সবসময় ফুটন্ত থাকে। এই নদীটি প্রায় ৭ কিলোমিটার লম্বা। জানা যায়, শানে-টিম্পিশকা, যা লা বোম্বা নামে পরিচিত পেরুর আমাজনে অবস্থিত বিশ্বের এই নদীটি একমাত্র ফুটন্ত নদী, যার উত্তপ্ত তাপমাত্রা ৪৫ থেকে ১০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে।
advertisement
8/14
প্রশ্ন ৩: ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রূপা উৎপাদিত হয়?উত্তর ৩: রাজস্থান হল সেই রাজ্য যেখানে দেশের প্রায় ৬০% বা তার বেশি রূপা উৎপাদিত হয়। তাই রাজস্থানকেই দেশের সবচেয়ে বেশি রুপো উৎপাদক দেশ বলে অভিহিত করা হয়।
advertisement
9/14
প্রশ্ন ৪: কোন প্রাণীর রক্ত সাদা?উত্তর ৪: তেলাপোকার রক্ত সাদা থাকে কারণ তাদের রক্তে হিমোগ্লোবিনের অভাব থাকে। বিশেষজ্ঞদের মতে তেলাপোকা ও আর্দ্রোপোডা পর্বের অনেক পোকামাকড়ের রক্ত সাদা বা বর্ণহীন হয় কারণ তাদের রক্তে হিমোগ্লোবিন থাকে না, যার ফলে রক্ত লাল হয় না; এদের রক্তকে হিমোলিম্ফ বলা হয়।
advertisement
10/14
প্রশ্ন ৫: কোন গাছ খুব দ্রুত সাপের বিষ নিষ্ক্রিয় করে জানেন?উত্তর ৫: বিশেষজ্ঞদের মতে, কাঁটোলা বা কাঁকরোল হল এমনই এক গ্রাম বাংলার উদ্ভিদ তাৎক্ষণিকভাবে সাপের বিষ নিষ্ক্রিয় করে।
advertisement
11/14
বিশেষজ্ঞ চিকিৎসকের মতে, কাঁকরোল বা কাকোদা নামে পরিচিত গাছটি একটিআয়ুর্বেদিক প্রতিষেধক হিসেবে কার্যকরী ভূমিকা নেয়। সাপের বিষের জন্য শতাব্দী প্রাচীন আয়ুর্বেদিক জ্ঞান অনুসারে, কিছু দেশীয় উদ্ভিদ রয়েছে যার মধ্যে অ্যান্টিভেনম উপাদান রয়েছে। কাকোদা উদ্ভিদ, অথবা কাঁকরোল, কান্তোলা বা কাতরাল নামেও পরিচিত, একটি লতানো গাছ যা গ্রামাঞ্চলে প্রায় সর্বত্র দেখতে পাওয়া যায়।
advertisement
12/14
সাপের বিষের ক্ষেত্রে ঐতিহ্যবাহী ভেষজ প্রতিকার হিসেবে গ্রাম বাংলায় এর ব্যবহার হয়ে চলেছে শতাব্দীর পর শতাব্দী। হাসপাতালে ভর্তির ক্ষেত্রে ব্যবহৃত বর্তমান অ্যান্টিভেনম প্রতিকারের পাশাপাশি কাঁকরোল গাছের অংশবিশেষ সম্ভাব্য জরুরি পরিস্থিতিতে প্রাকৃতিক প্রতিকার হিসেবে কাজ করে চলেছে, বিশেষ করে যেসব অঞ্চলে হাসপাতালের চিকিৎসার সহায়তা বিলম্বিত হয় বা পাওয়া যায় না, সেক্ষেত্রে প্রতিষেধক হিসেবে এর ভূমিকা অনস্বীকার্য।
advertisement
13/14
মালিজ কলেজ অফ ফার্মেসির ডঃ কুন্তল দাস উদ্ভিদের জৈবিকভাবে সক্রিয় উপাদানগুলি নিয়ে গবেষণা করেছেন এবং তাঁর গবেষণায় তিনি আবিষ্কার করেছেন যে কাকোডা বা কাঁকরোল গাছের শিকড়ের 'বিষ-প্রতিষেধক' কার্যকলাপ রয়েছে। তাঁর এই গবেষণা শতাব্দী ধরে ঐতিহ্যবাহী চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসা এই উদ্ভিদের বিষ প্রতিষেধক বৈজ্ঞানিক ভিত্তিকে নিশ্চিত করে।
advertisement
14/14
ডিসক্লেইমার: এই খবরের সঙ্গে সম্পর্কিত তথ্য নিউজ 18 বাংলা নিশ্চিত করে না। বিশেষত আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
বিষধর সাপের 'বিষ' মুহূর্তে নামিয়ে দেয় কোন 'গাছ' জানেন...? শুনলেই কিন্তু চমকাবেন 'নামে'!