GK Quiz: বড় বড় নেশা করা লোকেরাও বলতে পারবে না... বলুন তো RUM- এর ফুল ফর্ম কী?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
নিয়মিত বা অতিরিক্ত মদ্যপান লিভারের উপর বিরাট প্রভাব ফেলে। বিশেষজ্ঞদের মতে, লিভার ক্যানসার-সহ কমপক্ষে ছয় ধরনের ক্যানসারের সঙ্গে অ্যালকোহলের সম্পর্ক রয়েছে। বিশ্বব্যাপী মোট ক্যানসারের ৫% এরও বেশি কারণ এটি।
advertisement
1/12

জানার কোনও শেষ নেই। আমাদের আশেপাশে থাকা যে কোনও বিষয় ঘিরেই আছে নানা আশ্চর্যজনক তথ্য যা আমাদের জানার পরিধির বাইরে। যা শুনলে আমরা আকাশ থেকে পড়ি। এমনও যে হতে পারে ভাবা যায় না। উত্তরটা জানলে আমাদের অবাক হওয়া ছাড়া কোনও উপায় থাকে না।
advertisement
2/12
আজকাল অনেক প্রতিযোগিতাতে এমসিকিউ আসে। আর সেই সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এসব জানা খুব জরুরি।
advertisement
3/12
কখনও কখনও এমন হয়, উত্তরটা হয়তো আমরা জানতাম। কিন্তু শুধু মাথা ঠান্ডা না রাখার কারণে জানা জিনিসের উত্তর দিতে ভুল করি।
advertisement
4/12
আজ যে প্রশ্নটি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা। বলা ভাল বেশিরভাগ মানুষই এর উত্তর দিতে ভুল করেছেন।
advertisement
5/12
আদিম যুগ থেকে গোটা বিশ্বে মদ্যপান প্রচলিত। কেউ মদ খান আনন্দে, কেউ বা দুঃখে।
advertisement
6/12
তাবড় তাবড় নেশারুরাও বলতে পারেন নি RUM-এর FULL FORM কী?
advertisement
7/12
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, RUM-এর ফুল ফর্ম হল Regular Used Medicine
advertisement
8/12
অনেকেই আছেন যাঁরা সর্দি-জ্বর হলে বা ঠান্ডা লাগলে, জলে রাম মিশিয়ে খান।
advertisement
9/12
তবে নিয়মিত বা অতিরিক্ত মদ্যপান লিভারের উপর বিরাট প্রভাব ফেলে। বিশেষজ্ঞদের মতে, লিভার ক্যানসার-সহ কমপক্ষে ছয় ধরনের ক্যানসারের সঙ্গে অ্যালকোহলের সম্পর্ক রয়েছে। বিশ্বব্যাপী মোট ক্যানসারের ৫% এরও বেশি কারণ এটি।
advertisement
10/12
স্বাস্থ্যের দিক থেকে মদ্যপানের কোনও 'নিরাপদ' পরিমাণ নেই। যদিও অতীতের কিছু গবেষণায় দেখা গিয়েছিল, অল্প থেকে মাঝারি পরিমাণে মদ্যপান কিছু রোগের ঝুঁকি সামান্য কমাতে পারে। কিন্তু সম্প্রতি 'ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ'-এর একটি মেটা-অ্যানালাইসিসে দেখা যায়, এই ধারণা সম্পূর্ণ ভুল। 'মায়ো ক্লিনিক'-এর মতে, যে-কোনও পরিমাণে মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক।
advertisement
11/12
স্পেনে ৬০ বছর ও তার বেশি বয়সের ১,৩৫,১০৩ জন প্রাপ্তবয়স্ককে নিয়ে ১২ বছর ধরে একটি গবেষণা চালানো হয়েছিল। সেই গবেষণায় মৃত্যুহার এবং মাঝারি মাত্রায় মদ্যপানের মধ্যে কোনওরকম উপকারী সম্পর্ক পাওয়া যায়নি। এই গবেষণাটি গত বছর ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার-এ প্রকাশিত হয়। গবেষণার একজন লেখক বলেন, মদের প্রথম ফোঁটাই ক্যানসারের ঝুঁকি বাড়াতে ভূমিকা রাখে।
advertisement
12/12
তবে এটা মাথায় রাখবেন যে, মদ্যপান ও ধূমপানের মতো বদভ্যাসের কোনও ভাল দিক আজ পর্যন্ত প্রমাণিত হয়নি। তাই ঠান্ডা লাগলেও মদ খাবেন না।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
GK Quiz: বড় বড় নেশা করা লোকেরাও বলতে পারবে না... বলুন তো RUM- এর ফুল ফর্ম কী?