Bengal Weather on Holi: শক্তিশালী ঘূর্ণাবর্তের চোখরাঙানি! জেলার পর জেলা তোলপাড় হবে বৃষ্টিতে, বসন্ত উৎসব পণ্ড হওয়ার মুখে? দোলের মেগা ওয়েদার আপডেট
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Bengal Weather on Holi: সোম এবং মঙ্গলবার উত্তরের সর্বত্রই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। সঙ্গে কয়েকটি এলাকায় ঘণ্টায় ৩০- ৪০ কিমি গতিবেগে ঝড় বইতে পারে। ফলে বসন্ত উৎসব বা হোলি পণ্ড হওয়ার মুখে।
advertisement
1/5

এবার বসন্ত উৎসবের সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দিতে পারে প্রকৃতি। রবিবার কয়েকটি জায়গায় বৃষ্টিতে বিরতি ঘটলেও সোম এবং মঙ্গলবার, হোলির দু'দিনই উত্তরবঙ্গের সর্বত্র বৃষ্টির সম্ভাবনা প্রবল।
advertisement
2/5
আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার উত্তরবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। রবিবার গৌড়বঙ্গে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।
advertisement
3/5
তবে সোম এবং মঙ্গলবার উত্তরের সর্বত্রই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। সঙ্গে কয়েকটি এলাকায় ঘণ্টায় ৩০- ৪০ কিমি গতিবেগে ঝড় বইতে পারে। ফলে বসন্ত উৎসব বা হোলি পণ্ড হওয়ার মুখে।
advertisement
4/5
আবহাওয়া দফতরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহার বক্তব্য, 'উত্তর-পূর্ব অসমে শক্তিশালী ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার জেরে বঙ্গোপসাগর থেকে জোরালো জলীয় বাষ্পের জোগান ঘটছে এই অঞ্চলে।
advertisement
5/5
আর ঠিক এই কারণেই আরও কয়েকদিন বৃষ্টির পাশাপাশি পাহাড়ের উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে।