Jalpaiguri News:ইংরেজি নববর্ষের প্রথম দিনে পর্যটকের ঢল মূর্তি নদীতে, আনন্দে মেতেছে ডুয়ার্স
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
মূর্তিতে ঘুরতে আসা পর্যটক মধুরিকা দে মজুমদার জানান, “সকালে মেঘলা থাকলেও পরে আবহাওয়া দারুণ হয়ে যায়। পরিবেশ, নদীর বাতাবরণ সব মিলিয়ে মূর্তি এখন আমাদের কাছে অন্যতম প্রিয় পর্যটন কেন্দ্র।” নববর্ষের প্রথম দিনেই প্রকৃতির কোলে আনন্দ, আড্ডা আর উচ্ছ্বাসে ভরে উঠেছে ডুয়ার্সের মূর্তি নদী এলাকা
advertisement
1/5

ইংরেজি নববর্ষের প্রথম দিনেই উৎসবের আবহ ডুয়ার্সের মূর্তি নদী চত্বরে। গরুমারা জঙ্গল সংলগ্ন পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ ও ঠান্ডা জলে হাঁটুসমান নেমে আনন্দে মেতে উঠেছেন বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা।
advertisement
2/5
কেউ স্নানে মগ্ন, কেউ আবার গামছা কাঁধে নদীর জলে নেমে পড়েছেন নববর্ষের আনন্দ উপভোগ করতে।শুধু স্নানই নয়, মূর্তি নদীর পাড়জুড়ে চলছে চড়ুইভাতির প্রস্তুতি। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে পিকনিক করতে ব্যস্ত বহু পর্যটক। নদীর পার্শ্ববর্তী রিসোর্টগুলিতেও চোখে পড়ছে উপচে পড়া ভিড়।
advertisement
3/5
পাশাপাশি ঘোড়া সাফারি, রকমারি খাবারের দোকান ও স্থানীয় পর্যটন পরিষেবায় জমজমাট পরিস্থিতি।সকালের দিকে আকাশ কিছুটা মেঘলা থাকলেও বেলা বাড়তেই ঝকঝকে আকাশে রোদে ভিজেছে মূর্তি। মনোরম আবহাওয়ায় কেউ ব্যস্ত সেলফি ও রিল বানাতে, আবার কেউ প্রকৃতির সৌন্দর্য উপভোগে মগ্ন।
advertisement
4/5
পর্যটকদের ভিড় দেখে অনেকেরই তুলনা—যেমন দীঘায় নববর্ষে ভিড় উপচে পড়ে, তেমনই এদিন ডুয়ার্সের মূর্তি নদীর পাড়েও ছিল জনসমাগম।
advertisement
5/5
মূর্তিতে ঘুরতে আসা পর্যটক মধুরিকা দে মজুমদার জানান, “সকালে মেঘলা থাকলেও পরে আবহাওয়া দারুণ হয়ে যায়। পরিবেশ, নদীর বাতাবরণ সব মিলিয়ে মূর্তি এখন আমাদের কাছে অন্যতম প্রিয় পর্যটন কেন্দ্র।”নববর্ষের প্রথম দিনেই প্রকৃতির কোলে আনন্দ, আড্ডা আর উচ্ছ্বাসে ভরে উঠেছে ডুয়ার্সের মূর্তি নদী এলাকা