Temple: উত্তরবঙ্গেই তৈরি হল দক্ষিণেশ্বরের মতোই হুবহু এই মন্দির! কোথায় জানেন? পুজো দিয়ে আসুন শুভ দিনে
- Reported by:Piya Gupta
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Temple: দক্ষিণেশ্বর কালী মন্দিরে যাননি এমন বাঙালি খুবই কম। রামকৃষ্ণ এবং কালী নিয়ে বাঙালি বরাবরই আবেগপ্রবণ। অনেকেই রয়েছেন যারা দূর থেকে দক্ষিণেশ্বর দর্শন করতে পারেনি, তাদের জন্যই তৈরি এই মন্দির। এখানে এলে মনে হবে দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরে চলে এসেছেন।
advertisement
1/6

*দক্ষিণেশ্বর কালী মন্দিরে যাননি এমন বাঙালি খুব কমই রয়েছেন। রামকৃষ্ণ এবং কালি নিয়ে বাঙালি বরাবরই আবেগপ্রবণ। তবে অনেকেই রয়েছেন যারা দূর থেকে দক্ষিণেশ্বর দর্শন করতে এখনও পর্যন্ত যেতে পারেনি। তাদের জন্যই এবার সেই একই আদলে একই অবয়ব, বাইরে থেকে এক ঝলক দেখলে মনে হবে এই বুঝি দক্ষিণেশ্বর ভবতারিণীর মন্দিরে এসেছি। প্রতিবেদনঃ পিয়া গুপ্তা। ফাইল ছবি।
advertisement
2/6
*হ্যাঁ, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে তৈরি হয়েছে দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে তৈরি মোটর কালীবাড়ি। ভক্তি আর ভক্তের জোরেই প্রাণ পায় এই মন্দির চত্বর।
advertisement
3/6
*লোকোমুখে বিশ্বাস, এই মটর কালীবাড়ি দেবী নাকি কখনও কাউকে খালি হাতে ফেরান না। রায়গঞ্জ শহরের সুদর্শনপুর এ অবস্থিত এই মোটর কালীবাড়ি দেখতে দক্ষিণেশ্বরের মতো হলেও আকারে অত বড় নয়।
advertisement
4/6
*মন্দিরের পুরোহিত অশোক চ্যাটার্জি জানান, এই মন্দির ঐতিহ্যবাহী মন্দির। ১৯৫২ সালে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। তারপরে ২০২৪ এটি দক্ষিণেশ্বর মন্দিরের আদলে নির্মাণ করে নতুনভাবে এই মন্দিরের দ্বার উদঘাটন করা হল।
advertisement
5/6
*প্রথমে একটি টিনের ও খড় দিয়ে তৈরি একটি ঘরে মাকে পুজো করা হত।অবশেষে সকলের প্রচেষ্টায় এই মন্দির দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। তবে শুধুমাত্র আগামীদিনে ইচ্ছে রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের মতোই মায়ের জন্য একটি সিংহাসন তৈরি করে সেখানে মাকে বসানোর।
advertisement
6/6
*রায়গঞ্জে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি এই মন্দির দেখতে চোপড়া ইসলামপুর থেকে বহু বয়স্করাও ছুটে আসছেন। অনেকেই হয়তো কলকাতায় যেতে পারেন না বয়সের ভারে দুরে গিয়ে তীর্থ ভ্রমণ করা সম্ভব নয়। তাদের কাছে এখন রায়গঞ্জের এই মোটর কালীবাড়ি হয়ে গেছে দ্বিতীয় দক্ষিণেশ্বর।