TRENDING:

NH10 নিয়ে বিরাট সুখবর! নিতিন গড়করির সঙ্গে বৈঠক রাজু বিস্তার! হাল ফেরাতে একগাদা নির্দেশ কেন্দ্রীয় মন্ত্রীর

Last Updated:
দার্জিলিংয়ের সাংসদ তথা বিজেপির জাতীয় মুখপাত্র রাজু বিস্তা বুধবার সড়ক পরিবহণ ও মহাসড়ক দফতরের কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি সঙ্গে বৈঠক করেন।
advertisement
1/6
NH10 নিয়ে বিরাট সুখবর! নিতিন গড়করির সঙ্গে বৈঠক রাজু বিস্তার! হাল ফেরাতে বড় পদক্ষেপ
<strong>দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য</strong>: দার্জিলিংয়ের সাংসদ তথা বিজেপির জাতীয় মুখপাত্র রাজু বিস্তা বুধবার সড়ক পরিবহণ ও মহাসড়ক দফতরের কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি এনএইচ-১০-এর বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করেন এবং দ্রুত স্থায়ী সমাধানের দাবিতে একাধিক প্রস্তাব দেন।
advertisement
2/6
রাজু বিস্তা মন্ত্রীকে জানান, ২০২৩ সালের বিধ্বংসী বন্যার পর তিস্তা নদী গতিপথ বদলে ফেলেছে। এর ফলে নদীর ডানদিকের তীর, যেখানে এনএইচ-১০ রয়েছে, সেখানে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। নদীর জলস্তর বেড়ে যাওয়ায় অবিলম্বে ডিসিল্টিং করা জরুরি হয়ে পড়েছে। এদিকে খাড়া ঢাল ও ক্রমাগত ধস নামায় রাস্তার কাটিং কাজও অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। এ বছর বর্ষাকালে ইতিমধ্যেই দুই সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে এই জাতীয় সড়ক। ফলে সাধারণ মানুষ, পর্যটক ও ব্যবসায়ীরা মারাত্মক সমস্যায় পড়েছেন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/6
যদিও এনএইচআইডিসিএল পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে, সাংসদের মতে ক্ষয়ক্ষতির মাত্রা এতটাই ব্যাপক যে অতিরিক্ত সাহায্য অপরিহার্য। এজন্য তিনি আরও বেশি যন্ত্রপাতি, দক্ষ কর্মী এবং ল্যান্ডস্লাইড-প্রতিরোধী নির্মাণসামগ্রী ব্যবহার করার পরামর্শ দেন। পাশাপাশি আধুনিক প্রযুক্তি যেমন জিআইএস ও রিমোট সেন্সিং ব্যবহার করে ভূমিধস পর্যবেক্ষণের উপরও জোর দেন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/6
এছাড়াও রাজু বিস্তা বিভিন্ন সংস্থা, এনএইচআইডিসিএল, আইআরকন, এনএইচপিসি, বিএআরও, ব্রহ্মপুত্র বোর্ড এবং পশ্চিমবঙ্গ ও সিকিম সরকার, এনডিআরএফ, জিএসআই সহ প্রকৌশলী ও ভূতত্ত্ববিদদের নিয়ে একটি যৌথ বৈঠক করার সুপারিশ করেছেন। তাঁর দাবি, এনএইচ-১০ এবং তিস্তা অববাহিকার দীর্ঘমেয়াদী সুরক্ষা ও টেকসই উন্নয়নের জন্য একটি ঐক্যবদ্ধ রোডম্যাপ তৈরি করা অত্যন্ত জরুরি। ভবিষ্যতের জন্য রাস্তা পুনর্নির্মাণ ও প্রয়োজনে উঁচু করিডর বা ফ্লাইওভার নির্মাণের কথাও তিনি উল্লেখ করেন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/6
মন্ত্রী নিতিন গড়করি বৈঠকে উপস্থিত এনএইচআইডিসিএল ও মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের নির্দেশ দেন অবিলম্বে একটি উচ্চ পর্যায়ের টিম গঠন করে এনএইচ-১০ পরিদর্শনে পাঠাতে। তিনি সংশ্লিষ্ট দফতরকে প্রকল্প ব্যবস্থাপনা পরামর্শক (PMC) নিয়োগ করার নির্দেশও দেন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
6/6
মন্ত্রী আরও আশ্বাস দেন যে পুনর্গঠনের ক্ষেত্রে রাস্তা পুনর্নির্মাণ, উঁচু হাইওয়ে করিডর, ভায়াডাক্ট কিংবা টানেল, সব ধরনের সম্ভাবনাই খতিয়ে দেখা হবে, যাতে সমস্যার স্থায়ী সমাধান দ্রুত করা যায়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
NH10 নিয়ে বিরাট সুখবর! নিতিন গড়করির সঙ্গে বৈঠক রাজু বিস্তার! হাল ফেরাতে একগাদা নির্দেশ কেন্দ্রীয় মন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল