TRENDING:

Malda News: মালদহ রেল ডিভিশনে আধুনিক ক্রু রানিং রুমের উদ্বোধন! কাজের ফাঁকে বিশ্রাম নিতে পারবেন রানিং কর্মীরা, দেখুন প্রথম ঝলক

Last Updated:
Malda News: লোকো পাইলট ও ট্রেন ম্যানেজারদের সুবিধার্থে মালদহ রেল ডিভিশনের তিলডাঙ্গা স্টেশনে উদ্বোধন করা হল আধুনিক মানের ক্রু রানিং রুম। রুমটিতে রয়েছে ২৩টি বেড-সহ একটি পৃথক মহিলা কক্ষ এবং প্রয়োজনীয় সমস্তরকম সুব্যবস্থা।
advertisement
1/5
মালদহ রেল ডিভিশনে আধুনিক ক্রু রানিং রুমের উদ্বোধন! বিশ্রাম নিতে পারবেন রানিং কর্মীরা
লোকো পাইলটদের কাজের চাপ কমাতে এবং ক্লান্তি দূর করতে অভিনব উদ্যোগ মালদহ রেল ডিভিশনের। লোকো পাইলট ও ট্রেন ম্যানেজারদের সুবিধার্থে মালদহ রেল ডিভিশনের তিলডাঙ্গা স্টেশনে উদ্বোধন করা হল আধুনিক মানের ক্রু রানিং রুম। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/5
লোকো পাইলট ও রেল পরিষেবায় রানিং স্টাফদের সুবিধার্থে বিশেষ এই অত্যাধুনিক রানিং রুমটিতে রয়েছে ২৩টি বেড-সহ একটি পৃথক মহিলা কক্ষ এবং লোকো পাইলট ও ট্রেন ম্যানেজার উভয়ের জন্য প্রয়োজনীয় সমস্তরকম সুব্যবস্থা রয়েছে।
advertisement
3/5
পাশাপাশি এই রুমটিতে রয়েছে আধুনিক রান্নাঘর, স্বাস্থ্যকর খাবার ঘর, সুপরিচ্ছন্ন শৌচাগার ও স্নানাগার। যা রানিং স্টাফদের জন্য একটি পরিচ্ছন্ন ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করবে।
advertisement
4/5
মালদহ রেল ডিভিশনে ডিআরএম মনিস কুমার গুপ্তা জানান, "এই নতুন রানিং রুমটি ফ্রন্টলাইন কর্মীদের পর্যাপ্ত বিশ্রাম এবং সঠিক সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে তাঁদের জন্য অত্যন্ত উপকারী হবে। যা সতর্কতা বজায় রাখতে এবং নিরাপদ ট্রেন চলাচল নিশ্চিত করার জন্য অপরিহার্য।"
advertisement
5/5
তিনি আর‌ও জানান, "এই রানিং রুমের উদ্বোধনটি কর্মী কল্যাণ ও অপারেশনাল নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করবে। যা মালদহ ডিভিশনের অধীনস্থ নিবেদিতপ্রাণ কর্মীদের জন্য আধুনিক, নিরাপদ এবং আরামদায়ক পরিকাঠামো গঠনের প্রতি তাদের অঙ্গীকারকে প্রতিফলিত করবে।" (ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Malda News: মালদহ রেল ডিভিশনে আধুনিক ক্রু রানিং রুমের উদ্বোধন! কাজের ফাঁকে বিশ্রাম নিতে পারবেন রানিং কর্মীরা, দেখুন প্রথম ঝলক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল