TRENDING:

Low Pressure in Bay of Bengal: ৪৮ ঘণ্টায় তোলপাড় হবে বঙ্গোপসাগর, ঘূর্ণাবর্ত পরিণত হবে নিম্নচাপে, শীতের রাস্তায় ভিলেন কে নাম এল সামনে

Last Updated:
Winter in West Bengal: বাতাসের আপেক্ষিক আর্দ্রতা এখনও এতটাই বেশি তার জন্যেই শীতের অনুভূতি হচ্ছে না৷ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এখনও গড় সর্বনিম্ন তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বেশি, এই আর্দ্রতা কমবে আগামী ৪-৫ দিনে
advertisement
1/11
৪৮ ঘণ্টায় তোলপাড় হবে বঙ্গোপসাগর, ঘূর্ণাবর্ত পরিণত হবে নিম্নচাপে, শীত কবে থেকে
দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত৷ যা সমুদ্রতল থেকে ৩.৬ কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে৷ এটি আগামী ৪৮ ঘণ্টায় গভীর নিম্নচাপ তৈরি হবে৷ সেখান থেকে আগামী ৪৮ ঘণ্টায় সেটি পশ্চিম দিকে এগোতে থাকবে৷
advertisement
2/11
একটি  সক্রিয় অক্ষরেখাও বিস্তৃত রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যেটি পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে৷ এটি মধ্য ট্রপোস্ফিয়ার স্তর পর্যন্ত বিস্তৃত রয়েছে৷
advertisement
3/11
একদিকে অতি গভীর নিম্নচাপ, অন্যদিকে মৌসুমী অক্ষরেখা সক্রিয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আর দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা।
advertisement
4/11
অতি গভীর নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে। বিকেলে কলকাতা অতিক্রম করে পশ্চিমের জেলাগুলির দিকে যাবে ঝাড়খণ্ড অভিমুখে। আগামী ৪৮ ঘণ্টায় এটি ঝাড়খণ্ড ও উত্তর ছত্তিশগড় এলাকায় পৌঁছবে, শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ রূপে অবস্থান করবে।
advertisement
5/11
নিম্নচাপের জেরে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টায় দমকা ঝোড়ো বাতাস বইবে। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। রবিবার সকাল পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ৩০ থেকে ৪০ কিলোমিটার, সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
advertisement
6/11
শীত শীত অনুভূত হলেও কড়া শীতের আমেজ এখনই নয়। উত্তুরে হাওয়া বইতে শুরু করবে ১৫ নভেম্বর থেকে। কমবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। শীতের আমেজ শুরু হবে রাজ্য জুড়ে। আপাতত তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প থাকায় সকালের দিকে কুয়াশা বা ধোঁয়াশা থাকবে বেশ কিছু জেলায়।
advertisement
7/11
মালদহ: সাধারণত আকাশ মেঘলা। ধীরে ধীরে আবহাওয়া ঠান্ডা হচ্ছে গৌড়বঙ্গের জেলাগুলির। সকালের দিকে কুয়াশা থাকছে।
advertisement
8/11
আবহাওয়ার পরিবর্তন হচ্ছে জেলাগুলিতে। গৌড়বঙ্গের জেলাগুলিতে হালকা শীতের আমেজ। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে শীতের প্রবেশ।
advertisement
9/11
সকালের দিকে হালকা কুয়াশা থাকছে চারদিকে। বেলা বাড়তেই কুয়াশা কেটে গেলেও আকাশ মেঘলা থাকছে। শুক্রবারেও গৌড়বঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা রয়েছে।
advertisement
10/11
গত কয়েকদিনে গৌড়বঙ্গের জেলাগুলির তাপমাত্রা কিছুটা কমেছে। বর্তমানে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে।
advertisement
11/11
সপ্তাহব্যাপী গৌড়বঙ্গের জেলাগুলির আকাশ মেঘলা থাকতে পারে। আগামী সপ্তাহেও এমনটাই আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে প্রায় প্রতিদিনই কুয়াশা থাকতে পারে জেলাগুলিতে।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Low Pressure in Bay of Bengal: ৪৮ ঘণ্টায় তোলপাড় হবে বঙ্গোপসাগর, ঘূর্ণাবর্ত পরিণত হবে নিম্নচাপে, শীতের রাস্তায় ভিলেন কে নাম এল সামনে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল