Landslide: টানা বৃষ্টিতে লিকুভিরের কাছে ভূমিধস! ফের বন্ধ জাতীয় সড়ক, সিকিম, দার্জিলিং, কালিংম্পংয়ে ফের ট্যুরিস্টদের অসুবিধা
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Landslide in Sikkim: জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন প্রচুর মানুষ। দু-দিকে আটকে পড়েছে বহু যানবাহন। আপাতত গাড়িগুলিকে লাভা-আলগাড়া রুটে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
advertisement
1/5

ভূমিধসের জেরে ফের বন্ধ হয়ে গেল ১০ নম্বর জাতীয় সড়ক। স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে লিকুভিরে ধস নেমেছে। যার ফলে শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিমের মধ্যে সংযোগরক্ষাকারী এনএইচ-১০ বন্ধ হয়ে গিয়েছে।
advertisement
2/5
এই সড়ক সিকিমের লাইফলাইন হিসেবে পরিচিত। তা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন প্রচুর মানুষ। দু-দিকে আটকে পড়েছে বহু যানবাহন। আপাতত গাড়িগুলিকে লাভা-আলগাড়া রুটে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
advertisement
3/5
প্রবল বৃষ্টিতে কিছুটা সমস্যা হলেও ধস সরানোর কাজ শুরু করেছে পূর্ত দফতরের হাইওয়ে ডিভিশন। তবে অনেক জায়গায় নতুন করে ধস নেমেছে বলে খবর।
advertisement
4/5
বর্ষা প্রবেশ করার পর কয়েকদিন থেকে উত্তরবঙ্গ সহ সিকিমে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। যার জেরে একদিকে তিস্তা সহ অন্য পাহাড়ি নদীগুলিতে জলস্ফীতি হয়েছে।
advertisement
5/5
অন্যদিকে, কালিম্পং, দার্জিলিং, সিকিমে ধস শুরু হয়েছে। মাঝে ক’টা দিন পরিস্থিতি একটু স্বাভাবিক হলেও এদিন সকালে ফের ধস নামে। ধসের মাটি, পাথর একেবারে রাস্তার ওপরে এসে পড়ে। যার জেরে লিকুভিরে জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে।