TRENDING:

North Bengal Trip: গরমের ছুটিতে ১০০ টাকায় পাহাড়-জঙ্গল ভ্রমণ! কোথায় থাকবেন, কীভাবে ঘুরবেন? রইল বিস্তারিত

Last Updated:
জলপাইগুড়ি রোড স্টেশনে নেমে যে কোনও টোটো বা গাড়ি ধরে সোজা চলে যেতে হবে বৈকুন্ঠ জঙ্গল। সেখানে রয়েছে ঐতিহ্যবাহী ইতিহাস বিজড়িত ভ্রামরী দেবী মন্দির।
advertisement
1/6
গরমের ছুটিতে ১০০ টাকায় পাহাড়-জঙ্গল ভ্রমণ! কোথায় থাকবেন, কীভাবে ঘুরবেন? জানুন
*গরমে নাকাল অবস্থা? উত্তরের ঠান্ডা আবহাওয়ায় প্রকৃতির স্পর্শ টানছে, এ দিকে আবার পকেটেও টান টান? তা হলে রইল সুখবর। মাত্র ১০০ টাকা থাকলেই হবে উত্তরের তীর্থ ভ্রমণ থেকে জঙ্গল ভ্রমণ। সংগৃহীত ছবি। 
advertisement
2/6
*গরমের হাত থেকে বাঁচতে উত্তরের ঠান্ডা আবহাওয়ায় ছুটে আসছেন অনেকেই। তার ওপর অনেকেই এখনও কাটাচ্ছেন গরমে ছুটি। এই ছুটিতে পকেটের সাধ্য মাথায় রেখে এক্কেবারে স্বল্পখরচের মধ্যে ঘুরতে যেতে কার না ইচ্ছে করে! সংগৃহীত ছবি। 
advertisement
3/6
*জলপাইগুড়ি রোড স্টেশনে নেমে যে কোনও টোটো বা গাড়ি ধরে সোজা চলে যেতে হবে বৈকুন্ঠপুরের জঙ্গল। সেখানে রয়েছে ঐতিহ্যবাহী ইতিহাস বিজড়িত ভ্রামরী দেবী মন্দির। জানেন কি, এই মন্দির কিন্ত ৫১ সতী পীঠের অন্যতম একটি পীঠস্থান। মা'য়ের বাম পা পড়েছে এখানে। সংগৃহীত ছবি। 
advertisement
4/6
*বর্তমানে আরও সুসজ্জিত করা হয়েছে মন্দিরটি। পাশেই রয়েছে সবুজ গাছগাছালিতে ভরা জঙ্গল। কখনও কখনও গজরাজের দেখাও মেলে এখানে। এই এলাকাতেই রয়েছে বিশাল মা অন্নপূর্ণা দেবী মন্দির। মূলত, পর্যটকদের আকর্ষিত করতেই সেখানে তৈরি হয়েছে বিশাল বড় সুসজ্জিত মা অন্নপূর্ণার মন্দির। সেখানে রোজ নিয়ম করে পুজোর ব্যবস্থাও করা হয়েছে, রয়েছে প্রসাদ বিতরণের ব্যবস্থা। সংগৃহীত ছবি। 
advertisement
5/6
*নাম না জানা পরিযায়ী পাখিদের আনাগোনাও চোখে পড়ে এখানে। একদিকে ঘন জঙ্গল, একদিকে তীর্থ স্থান, পরিযায়ী পাখির আনাগোনা... সব মিলে সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ পর্যটকদের মন জয় করবেই। মন্দিরের পাশেই পর্যটকদের রাত্রিবাস করার জন্য রয়েছে আনন্দ মঠ। সবরকমের সুবন্দোবস্ত রয়েছে সেখানে। সংগৃহীত ছবি। 
advertisement
6/6
*জলপাইগুড়ির এই জায়গাটির নাম বোদাগঞ্জ। এই স্থান দর্শন করে আপনি আরও কিছু দূর গেলেই যাবেন শিকারপুরের দেবী চৌধুরানী মন্দিরে। ঘন জঙ্গলের মধ্যে থাকা এই মন্দিরেও জুড়ে রয়েছে নানা অজানা ইতিহাস। আর এই সবকিছুর অনুভূতি নেওয়া সম্ভব মাত্র ১০০ টাকায়৷ সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
North Bengal Trip: গরমের ছুটিতে ১০০ টাকায় পাহাড়-জঙ্গল ভ্রমণ! কোথায় থাকবেন, কীভাবে ঘুরবেন? রইল বিস্তারিত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল