TRENDING:

দীপাবলির আগে রেলযাত্রীদের জন্য বড় সুখবর...! বাংলার এই 'স্টেশনে' চালু হল 'বিশেষ' পরিষেবা! কারা কারা পাবেন?

Last Updated:
Indian Railways: রেলযাত্রীদের জন্য বড় উপহার। রাজ্যের একটি স্টেশনে চালু হলে বিশেষ পরিষেবা। এবার থেকে আর বেগ পেতে হবে না এই 'যাত্রীদের'! কারা পাচ্ছেন এই সুবিধায়? জানুন IRCTC -এর লেটেস্ট আপডেট।
advertisement
1/5
দীপাবলির আগে রেলযাত্রীদের জন্য বড় সুখবর...! বাংলার এই 'স্টেশনে' চালু হল 'বিশেষ' পরিষেবা!
বিশেষভাবে সক্ষম রেল যাত্রীদের সুবিধার্থে এবারে মালদহ টাউন স্টেশনে সহ মালদহ ডিভিশনের অন্যান্য স্টেশনে চালু হল একাধিক বিশেষ পরিষেবা। দৃষ্টিহীন, হাঁটা চলা করতে না পারা সহ একাধিক রকম বিশেষভাবে সক্ষম যাত্রীদের বিশেষ সুবিধা প্রদানের উদ্দেশ্যে চালু হল একাধিক আরামদায়ক পরিষেবা।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/5
পূর্ব রেলের মালদা টাউন স্টেশন, নিউ ফারাক্কা, ধুলিয়ান গঙ্গা, সাহেবগঞ্জ সহ মালদহ ডিভিশনের অন্তর্গত অন্যান্য রেল স্টেশনে এই বিশেষ পরিষেবা চালু করা হয়। দৃষ্টিহীন ব্যক্তিদের জন্য বিশেষ ধরনের লিখন পদ্ধতি থেকে প্রশিক্ষিত সহকারী দ্বারা সহায়তা ও ভাঁজযোগ্য র‍্যাম্প সহ ইত্যাদি রকম পরিষেবা চালু করা হয়েছে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/5
বিশেষভাবে সক্ষম যাত্রীদের গতিশীলতা, আরাম এবং নিরাপত্তার কথা মাথায় রেখে মালদহ ডিভিশনের এন‌এসজি ২ ক্যাটাগরি থেকে এন‌এসজি ৬ ক্যাটাগরির মোট ৬৫ স্টেশনগুলিতে এই বিশেষ ধরনের সুযোগ-সুবিধাগুলি উন্নত করা হয়েছে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/5
মালদহ ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, এই প্রচেষ্টার মূল লক্ষ্য হল সমস্ত যাত্রীদের জন্য একটি বাধামুক্ত ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করা। শুধু তাই নয় সুবিধাজনকভাবে বোর্ডিং এবং ডিবোর্ডিং নিশ্চিত করার জন্য মালদহ ডিভিশনের ৮০টি স্টেশনে উন্নতমানের প্ল্যাটফর্ম গড়ে তোলা হচ্ছে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/5
পাশাপাশি ব্যাটারি চালিত হুইল চেয়ার, লিফট, এস্কেলেটরস, নিঁচু টিকিট কাউন্টার, নিঁচু পানীয় জলের ব্যবস্থা, আধুনিক শৌচালয় বসানো হয়েছে। তার সঙ্গে দিব্যাঙ্গজন যাত্রীদের নির্দেশনা ও সহায়তার জন্য স্টেশনে নিয়মিত ঘোষণা করা হবে বলে জানান মালদহ ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
দীপাবলির আগে রেলযাত্রীদের জন্য বড় সুখবর...! বাংলার এই 'স্টেশনে' চালু হল 'বিশেষ' পরিষেবা! কারা কারা পাবেন?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল