TRENDING:

Currency: ভুটান বেড়াতে যাচ্ছেন? টাকা এক্সচেঞ্জের সময় আসল, নকল নোট চিনবেন কীভাবে? রইল টিপস

Last Updated:
Currency: ভুটান বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে সতর্ক হয়ে যান জাল ভুটানের নোট থেকে। ভুটানে যাওয়ার আগে যখন টাকা সীমান্ত শহর জয়গাঁ থেকে এক্সচেঞ্জ করবেন, তখন যাচাই করে নেবেন টাকা আসল নাকি নকল।
advertisement
1/5
ভুটান বেড়াতে যাচ্ছেন? টাকা এক্সচেঞ্জের সময় আসল, নকল নোট চিনবেন কীভাবে? রইল টিপস
*আপনি কি ভুটান বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে সতর্ক হয়ে যান জাল ভুটানি নোট থেকে। ভুটানে যাওয়ার আগে যখন টাকা সীমান্ত শহর জয়গাঁ থেকে এক্সচেঞ্জ করবেন, তখন যাচাই করে নেবেন টাকা আসল নাকি নকল। কারণ নকল ভুটানি টাকায় ছেয়েছে জয়গাঁ এলাকা। প্রতিবেদনঃ অনন্যা দে। সংগৃহীত ছবি। 
advertisement
2/5
*স্থলপথে ভুটান প্রবেশ করতে হলে পর্যটকদের ভরসা করতে হয় জয়গাঁ এলাকায় অবস্থিত ভুটান গেটের উপর। জয়গাঁ এলাকায় মানি এক্সচেঞ্জ কাউন্টার রয়েছে।সম্প্রতি দেখা যাচ্ছে ভুটানের ৫০, ১০০, ৫০০ টাকার জাল নোটে বাজার ছেয়েছে। কিছুদিন আগে এক ব্যক্তিকে ভুটানি জাল নোট-সহ গ্রেফতার করে জয়গাঁ থানার পুলিশ। ধৃত ব্যক্তির কাছ থেকে ২৫ হাজার টাকার ভুটানের জাল নোট মেলে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় জয়গা শহরে। সংগৃহীত ছবি। 
advertisement
3/5
*এরপর থেকে ভুটানি নোট হাতে এলেই দেখে নিচ্ছেন এলাকার মানুষেরা। সম্প্রতি জয়গাঁ শহরের ভগৎ সিং নগর এলাকায় ওই ব্যক্তি আসে। সাগর কুমার শা নামের এক ব্যক্তির মোবাইল দোকানে যান তিনি। এরপর একের পর এক মোবাইল দেখতে শুরু করেন। একটি মোবাইল পছন্দ হওয়ায় সেই মোবাইলটি সাগর কুমার শা কে দিতে বলেন তিনি। এরপর টাকা দেওয়ার সময় পঁচিশ হাজার টাকার ভুটানি নোট তিনি দেন সাগর শাকে। প্রতিটি নোট ৫০০ টাকার ছিল বলে জানা যায়। সংগৃহীত ছবি। 
advertisement
4/5
*ভুটানের ৫০০ টাকার নোটে থাকে রাজার ছবি। আলোতে ফেললে দু'দিকেই রাজার ছবি দেখা যায়। সাগর কুমার শা সন্দেহ হওয়ায় আলোতে ৫০০ টাকার নোটগুলো দেখতে শুরু করেন। এরপর তিনি বুঝে যান এগুলি নকল। তিনি তার প্রতিবেশী দোকানদারদের  ডেকে এনে নোটগুলি দেখান। তারাও বলেন নোটগুলি নকল। এরপরে জয়গা থানায় খবর দেওয়া হয়। সংগৃহীত ছবি। 
advertisement
5/5
*ব্যবসায়ী সাগর কুমার শা জানান, "ভুটানি নোট অতিরিক্ত খসখসে হয়। আমরা ছোট থেকে ভুটানি নোট দেখছি এবং তা চিনি। ভুটানি নোট পিছলে হলে, সেটাও নকল।" একইভাবে ১০০ টাকার নোটে থাকে রাজার ছবি। একইভাবে পরীক্ষা করতে হবে এই নোটগুলি। নোট হাতে নিলে পর্যটকদের এক্সচেঞ্জ কাউন্টারে জানাতে হবে। আলোতে নিয়ে গিয়েও ভুটানের নোট পরীক্ষা করে নিতে হবে। নাহলে মুশকিল বাড়বে ভুটানে গিয়ে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Currency: ভুটান বেড়াতে যাচ্ছেন? টাকা এক্সচেঞ্জের সময় আসল, নকল নোট চিনবেন কীভাবে? রইল টিপস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল