Digha Summer Special Train: প্রতি শনিবার দিঘা স্পেশাল ট্রেন! হাওড়া নয়, জেনে নিন কোথা থেকে কখন ছাড়বে? খুব কম ভাড়া!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
Digha Summer Special Train: আরও কম সময়ে, সস্তায় দিঘা! তবে এই ট্রেন ধরার জন্য হাওড়া বা শিয়ালদহে যেতে হবে না! টিকিট নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে! জানুন এখুনি
advertisement
1/8

গরমের ছুটিতে দিঘা যাওয়া আরও সহজ হল। ঘুরপথে আর যাওয়ার প্রয়োজন নেই। এবার গৌড়বঙ্গ থেকে সরাসরি দিঘার সমুদ্র সৈকতে যাওয়ার স্পেশাল ট্রেন চালু করল রেল। ট্রেনটি চালু হওয়ায় শুধুমাত্র গৌড়বঙ্গ নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলার পর্যটকদের সুবিধা হবে। photo source collected
advertisement
2/8
কারণ মুর্শিদাবাদ বীরভূম বা বর্ধমানের পর্যটকদের আর হাওড়া যেতে হবে না।photo source collected
advertisement
3/8
মালদহ দীঘা স্পেশাল ট্রেনে সরাসরি দিঘায় গিয়ে পৌঁছাবেন পর্যটকেরা। গরমের ছুটিতে রেলের পক্ষ থেকে পর্যটকদের নতুন উপহার।photo source collected
advertisement
4/8
তীব্র গরমে অনেকেই এখন দিঘার সমুদ্র সৈকতে ছুটি কাটাতে যাচ্ছেন। নিয়মিত চলাচল করা ট্রেনগুলিতে টিকিটের ব্যাপক চাহিদা বেড়েছে। অনেকেই সঠিক সময়ের টিকিট পাচ্ছেন না। তাই পর্যটকদের সুবিধার জন্য রেলের পক্ষ থেকে একটি নতুন স্পেশাল ট্রেন চালু করা হয়েছে।photo source collected
advertisement
5/8
২০ এপ্রিল থেকে ট্রেনটির যাত্রা শুরু হচ্ছে।রেল সূত্রে জানা গিয়েছে, ০৩৪৬৫ মালদহ টাউন- দিঘা সামার স্পেশাল ট্রেনটি প্রতি শনিবার মালদহ টাউন থেকে ছাড়বে।photo source collected
advertisement
6/8
অপরদিকে ০৩৪৬৬ দিঘা- মালদহ টাউন স্পেশাল ট্রেনটি প্রতি রবিবার দিঘা থেকে ছাড়বে।photo source collected
advertisement
7/8
আগামী ২৯ জুন পর্যন্ত ট্রেনটি চলাচল করবে। ট্রেনটি রামপুরহাট সাঁইথিয়া হয়ে অন্ডাল আসানসোল হয়ে দিঘা পৌঁছাবে। অর্থাৎ এই ট্রেনে যাত্রা করলে যাত্রীদের আর হাওড়া স্টেশন যাওয়ার প্রয়োজন পড়বে না।photo source collected
advertisement
8/8
সরাসরি অল্প সময়ের মধ্যেই দিঘা পৌঁছাতে পারবেন যাত্রীরা। ট্রেনটির ইতিমধ্যে টিকিট বুকিং শুরু হয়েছে। পর্যটকদের মধ্যে চাহিদা এখন থেকে ব্যাপক বেড়েছে ট্রেনটিতে এমনটাই দাবি রেল কর্তৃপক্ষের। (তথ্য: হরষিত সিংহ)photo source collected