TRENDING:

Bangladesh Protest Update: এদেশে এসেছিলেন চিকিৎসা করতে, আতঙ্ক মাথায় নিয়েই রওনা এখানে আসা বাংলাদেশিদের

Last Updated:
প্রচুর বাংলাদেশি ইতিমধ্যেই তাদের নিজেদের দেশে ফিরে যেতে সকাল থেকেই উপস্থিত হয়েছেন হিলি ইমিগ্রেশন চেকপোষ্টে। তাঁরাও উদ্বিগ্ন তাদের দেশের অভ্যন্তরের অবস্থা নিয়ে।
advertisement
1/5
ভারতে এসেছিলেন চিকিৎসা করতে, আতঙ্ক মাথায় নিয়েই রওনা এখানে আসা বাংলাদেশিদের
বাংলাদেশের হাসিনা সরকারের পতনের পর অগ্নিগর্ভ পরিস্থিতি সমগ্র বাংলাদেশে। সেই অগ্নিগর্ভ পরিস্থিতির আঁচ পড়তে দেখা গেল দক্ষিণ দিনাজপুর জেলার হিলি আন্তর্জাতিক স্থল বন্দরে। ভারত সীমান্তে তারপর থেকেই অভিবাসন দফতর বন্ধ করে দেওয়া হয়েছিল। এমনকি বন্ধ করে দেওয়া হয়েছিল চেকপোস্টও। (সুস্মিতা গোস্বামী)
advertisement
2/5
সকাল থেকেই বিএসএফ জাওয়ানদের তৎপরতা যথেষ্ট লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই আছেন যারা ভারতে চিকিৎসা করাতে এসে আর ফিরতে পারছেন না বাংলাদেশে। চিকিৎসা করাতে এসে বিপাকে পড়েছেন বাংলাদেশের নাগরিকরা।
advertisement
3/5
সকাল থেকেই হিলি আন্তর্জাতিক স্থলবন্দরের অবস্থা বেশ থমথমে। বাংলাদেশের প্রতিনিধি দল ও বিডিআর ভারতের হিলি সীমান্তে এসে বৈধভাবে যাতায়াত ও বহির্বাণিজ্য শুরু করার জন্য অনুরোধ জানায়।
advertisement
4/5
দু'দেশে যাতায়াতের জন্য ইমিগ্রেশন চেকপোস্টে ভিড় জমে নাগরিকদের। প্রচুর বাংলাদেশি ইতিমধ্যেই তাদের নিজেদের দেশে ফিরে যেতে সকাল থেকেই উপস্থিত হয়েছেন হিলি ইমিগ্রেশন চেকপোষ্টে। তাঁরাও উদ্বিগ্ন তাদের দেশের অভ্যন্তরের অবস্থা নিয়ে।
advertisement
5/5
এবিষয়ে চিকিৎসা করতে আসা বাংলাদেশের নাগরিকগণ জানান, "কলকাতায় চিকিৎসা করাতে এসেছিলেন। আজ দেশে ফিরবেন বলে হিলি সীমান্তে উপস্থিত হয়েছেন। এখানে এসেই শুনতে পান এপার ওপার দুই বন্ধ। যাওয়ার অনুমতি দিলে তবেই ওপারে যেতে পারবেন তাঁরা। বাংলাদেশের উত্তাল অশান্ত পরিবেশের মধ্যে ঠিক ভাবে গন্তব্যে পৌঁছতে পারবেন কিনা তা নিয়ে বড় সংশয়ে রয়েছেন।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Bangladesh Protest Update: এদেশে এসেছিলেন চিকিৎসা করতে, আতঙ্ক মাথায় নিয়েই রওনা এখানে আসা বাংলাদেশিদের
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল