Kalimpong Bridge Collapse: নির্মীয়মাণ সেতু ভেঙে গুরুত্বপূর্ণ রাস্তায় বন্ধ যান চলাচল, পণ্যবাহী ট্রাকের চাপ, ভোগান্তি ভ্রমণকারীদের
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
এই ৭১৭এ জাতীয় সড়কের পাশাপাশি ১০ নম্বর জাতীয় সড়কের দায়িত্বও NHIDCL-এর হাতে। দুই রাস্তাই বর্তমানে খারাপ অবস্থায়।
advertisement
1/5

গৈরিবাসে সেতু ভেঙে চাঞ্চল্য। ঝালংয়ের কাছে গৈরিবাস এলাকায় নির্মীয়মাণ সেতু হঠাৎ ভেঙে পড়ায় আতঙ্ক ছড়ায়। সেতুটি তৈরি করছিল বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO)। প্রবল বৃষ্টি এর কারণ কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন। এই ঘটনায় BRO-র কাজের মান নিয়ে প্রশ্ন উঠছে।(প্রতীকী ছবি)
advertisement
2/5
BRO-র দায়িত্বে নির্মাণকাজবর্ডার রোডস অর্গানাইজেশন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় সেতু নির্মাণের দায়িত্বে আছে। গৈরিবাস সেতু ভেঙে পড়ায় সংস্থাটির ওপর আস্থা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। স্থানীয়রা বলছেন, মান নিয়ন্ত্রণ আরও কড়া হওয়া উচিত। দুর্ঘটনায় কেউ আহত না হলেও ভ্রমণ বিঘ্নিত হয়েছে। (প্রতীকী ছবি)
advertisement
3/5
এক, জংগুতে নতুন মডুলার ব্রিজ। অন্যদিকে, BRO-র তত্ত্বাবধানে জংগুতে নতুন মডুলার ব্রিজ তৈরি শেষ হয়েছে। মংগন ও চুংথাং করিডরের এই সেতুটি বুধবার আনুষ্ঠানিকভাবে চালু হয়। কয়েক মাস আগে তিস্তায় জলস্ফীতিতে পুরনো সেতু ভেঙে পড়েছিল। নতুন ব্রিজ উত্তর সিকিমের যোগাযোগে বড় স্বস্তি এনেছে।
advertisement
4/5
পর্যটন পথে স্বস্তি ও আশঙ্কালাচেন ও লাচুং যাওয়ার রাস্তায় আর কোনও সমস্যা নেই নতুন ব্রিজ চালু হওয়ায়। তবে ১০ নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থায় দুশ্চিন্তায় পর্যটন ব্যবসায়ীরা। পুজোর মরসুমে উত্তর সিকিমে পর্যটক টানতে এই সড়ক মেরামত জরুরি। নইলে বুকিং প্রভাবিত হতে পারে।
advertisement
5/5
প্রাকৃতিক দুর্যোগের ফলে উত্তর সিকিম ও পার্শ্ববর্তী এলাকায় প্রবল বৃষ্টি, ধস ও জলস্ফীতি প্রায়ই যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করে। BRO এবার মডুলার ব্রিজে বিশেষভাবে বৃষ্টি ও ধস প্রতিরোধ ব্যবস্থা রেখেছে। তবুও, চলমান আবহাওয়া পরিস্থিতি নির্মাণের স্থায়িত্বের বড় পরীক্ষা হবে। সুরজিৎ দে