TRENDING:

রেলস্টেশনে দাঁড়িয়ে ছিলেন যুবক; জিআরপি এসে তাঁর সঙ্গে থাকা ব্যাগটি খুলতেই এ কী কাণ্ড… চমকে গেলেন প্রত্যক্ষদর্শীরা

Last Updated:
Varanasi Latest News: সঙ্গে সঙ্গেই জিআরপি ইন-চার্জ হেমন্ত সিংয়ের নেতৃত্বে একটি দল ওই যুবককে গ্রেফতার করে। আর দ্রুত খবর যায় আয়কর দফতরের কাছেও।
advertisement
1/4
রেলস্টেশনে দাঁড়িয়ে ছিলেন যুবক; GRP এসে তাঁর সঙ্গে থাকা ব্যাগটি খুলতেই এ কী হল!
আগামী ২২ জানুয়ারি অযোধ্যা প্রাণপ্রতিষ্ঠা মহোৎসব। আর এর দিন কয়েক পরেই আবার ২৬ জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস। ফলে সব জায়গাতেই জোরদার নিরাপত্তার নিশ্চিত করা হচ্ছে। বাদ যাচ্ছে না বারাণসী জংশন রেলওয়ে স্টেশনও। সেখানে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। এমনকী শুরু হয়েছে চিরুনি তল্লাশিও। আর তা চলাকালীনই শুক্রবার ওই স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে এক সন্দেহভাজন যুবককে চিহ্নিত করে জিআরপি এবং আরপিএফ।
advertisement
2/4
পুলিশ সূত্রে খবর, ওই যুবককে এ-দিক সে-দিক ঘুরতে দেখা যায়। তাঁর সঙ্গে ছিল একটি ব্যাগ। জিআরপি তাঁর পথ আটকালে তিনি চমকে যান। আর তাঁর সঙ্গে থাকা ব্যাগটি খুলতেই আশপাশে থাকা মানুষের রীতিমতো চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়! ওই সন্দেহভাজন যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ১১.৬ লক্ষ নগদ টাকা। ফলে সঙ্গে সঙ্গেই জিআরপি ইন-চার্জ হেমন্ত সিংয়ের নেতৃত্বে একটি দল ওই যুবককে গ্রেফতার করে। আর দ্রুত খবর যায় আয়কর দফতরের কাছেও। জেরায় ওই সন্দেহভাজন যুবক জানিয়েছেন যে, তাঁর নাম শৈলেশ কুমার।
advertisement
3/4
তিনি আদতে বিহারের জেহানাবাদের বাসিন্দা। অভিযুক্তের দাবি, তিনি একটি চালকল ব্যবসায়ীর হয়ে কাজ করেন। বারাণসীতে এসেছিলেন ব্যবসার টাকা সংগ্রহ করতে। আর ব্যবসায়ীদের থেকে টাকা সংগ্রহ হয়ে গেলেও বিহারের জেহানাবাদ ফেরার কথা ছিল তাঁর। কিন্তু নিরাপত্তার স্বার্থে চিরুনি তল্লাশির সময়েই ধরা পড়ে যান তিনি।কিন্তু পুলিশ যখন ওই সন্দেহভাজন যুবকের কাছ থেকে টাকা লেনদেনের অ্যাকাউন্টের কথা জানতে চায়, তখন তেমন জোরালো উত্তর দিতে পারেননি তিনি। এমনকী এই সংক্রান্ত কোনও কাগজপত্রও আয়কর দফতরের সামনে পেশ করতে পারেননি ওই সন্দেহভাজন।
advertisement
4/4
ফলে এরপরেও জেরা করা হবে ওই অভিযুক্তকে এবং প্রয়োজনে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপও করা হবে। গত ১০ দিনে এই নিয়ে দ্বিতীয় বার ওই স্টেশন থেকে কোনও সন্দেহভাজনকে পাকড়াও করল জিআরপি। এর আগে গত ২ জানুয়ারি ওই স্টেশন থেকেই বিদেশি মুদ্রা-সহ পুলিশের জালে পড়েন এক যুবক। তাঁর ব্যাগ তল্লাশি চালিয়ে ভিয়েতনাম, থাইল্যান্ড, জাপান এবং চিনের মুদ্রা মেলে। সব মিলিয়ে তাতে ছিল প্রায় ১.৮৪ কোটি টাকা। ইডি এবং এটিএস-এর দল ওই যুবককে জিজ্ঞাসাবাদ করছে।
বাংলা খবর/ছবি/দেশ/
রেলস্টেশনে দাঁড়িয়ে ছিলেন যুবক; জিআরপি এসে তাঁর সঙ্গে থাকা ব্যাগটি খুলতেই এ কী কাণ্ড… চমকে গেলেন প্রত্যক্ষদর্শীরা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল