৭০ কিমি বেগে ধেয়ে আসছে ঝড়! ১৪ জুন পর্যন্ত ঝমঝমিয়ে বৃষ্টি...বাংলা-সহ কোন কোন রাজ্যে দুর্যোগ?
- Published by:Tias Banerjee
Last Updated:
IMD Weekly Weather Update till 14th June: গরম আর বৃষ্টির টানাটানিতে কাবু ভারত! একদিকে পশ্চিম ভারত রোদের আঁচে পুড়ছে, অন্যদিকে উত্তর-পূর্ব ও দক্ষিণ ভারতে বৃষ্টির বন্যা। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আগামী কয়েক দিনে দেশের আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা। কোথায় চলবে বৃষ্টির দাপট? কোথায় গরমের তাণ্ডব? দেখে নিন ১১ থেকে ১৪ জুন পর্যন্ত রাজ্যভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস।
advertisement
1/14

ভারতের আবহাওয়া বর্তমানে যেন দুই মেরুতে বিভক্ত—একদিকে উত্তর-পশ্চিম রাজ্যগুলিতে সূর্য যেন আগুন ঢালছে, অপরদিকে উত্তর-পূর্ব এবং দক্ষিণ ভারতে মুষলধারে বৃষ্টি। ভারতের আবহাওয়া দফতর (IMD) গোটা দেশের জন্য একটি বিস্তারিত সতর্কতা ও পূর্বাভাস জারি করেছে, যা ইঙ্গিত দিচ্ছে যে আগামী দিনে আবহাওয়ায় আরও পরিবর্তন আসতে পারে। কেমন থাকবে বাংলার আবহাওয়া? জেনে নিন।
advertisement
2/14
উত্তর-পূর্ব ভারতের উপ-হিমালয়ান অঞ্চল যেমন পশ্চিমবঙ্গ ও সিকিমে আগামী সাত দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে অনুমান। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং ওড়িশায় ৯ থেকে ১২ জুন পর্যন্ত বৃষ্টি হতে পারে। (Representational Image: AI Generated)
advertisement
3/14
মধ্যপ্রদেশে ৯ জুন বৃষ্টি হবে, ছত্তিশগড় ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ১১-১২ জুন, এবং বিহার ও ঝাড়খণ্ডে ১১ থেকে ১৪ জুন পর্যন্ত বৃষ্টি হতে পারে। ১১-১২ জুন বিহার ও মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। (Representational Image: AI Generated)
advertisement
4/14
উত্তর-পশ্চিম ভারতে, উত্তরাখণ্ড ও পূর্ব উত্তরপ্রদেশে ১১-১৪ জুনের মধ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি ও পশ্চিম উত্তরপ্রদেশে ১৩-১৪ জুন এবং পঞ্জাবে ১৪ জুন বৃষ্টি হতে পারে। পশ্চিম রাজস্থান ৯ থেকে ১১ জুন পর্যন্ত ধুলোর ঝড়ে প্রভাবিত হতে পারে। মহারাষ্ট্র ও গোয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। (Representational Image: AI Generated)
advertisement
5/14
পরবর্তী তিন দিনে উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ৯ থেকে ১১ জুন পশ্চিম রাজস্থানের বহু অংশে তীব্র গরম পড়বে। ৯ ও ১০ জুন জম্মু-কাশ্মীর ও লাদাখ, ৯-১১ জুন পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লি, ৯-১০ জুন পূর্ব উত্তরপ্রদেশ ও পূর্ব রাজস্থান এবং ১০-১১ জুন উত্তর মধ্যপ্রদেশে তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকবে। এই সময় রাতে তাপমাত্রাও বেশি থাকবে বলে পূর্বাভাস। (Representational Image: AI Generated)
advertisement
6/14
জয়পুরে আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, রবিবার রাজস্থানের শ্রীগঙ্গানগরে তাপমাত্রা ছিল ৪৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বিকানেরে ছিল ৪৬, বারোরে ৪৫.৯, চুরুতে ৪৫.৬, ফালোদিতে ৪৫.৪, জয়সলমেরে ৪৫.২ এবং কোটা শহরে ৪৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার জয়সলমেরে ৪৫.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল, যা ছিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা। (Representational Image: AI Generated)
advertisement
7/14
গত ২৪ ঘণ্টায় দিল্লি-এনসিআর অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ থেকে ৪১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামী তিন দিন রাজধানী ও সংলগ্ন এলাকায় তীব্র গরম থাকবে এবং তাপমাত্রা ৪৪ ডিগ্রিতে পৌঁছাতে পারে। এই সময়ে ঘণ্টায় ২০ থেকে ৩০ কিমি বেগে গরম হাওয়াও বইবে। (Representational Image: AI Generated)
advertisement
8/14
এর পাশাপাশি, আইএমডি জানিয়েছে, ১৩ জুনের পর দিল্লি-এনসিআর ও সংলগ্ন এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং বৃষ্টি হতে পারে। এতে গরম থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে, কিন্তু আপাতত আগামী কয়েক দিন গরম অব্যাহত থাকবে। (Representational Image: AI Generated)
advertisement
9/14
অন্যদিকে, বঙ্গোপসাগরে ফের সক্রিয় ঘূর্ণাবর্ত। একদিকে দক্ষিণ-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, অন্যদিকে আরেকটি অবস্থান করছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। এই দুই ঘূর্ণাবর্তের প্রভাব পড়ছে উত্তর ওড়িশা উপকূল এবং দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায়। (Representational Image: AI Generated)
advertisement
10/14
উপকূলের জেলায় তীব্র গরম ও অস্বস্তি আজ, সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে চলছে চরম গরম ও হিউমিড আবহাওয়া। কালও পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে একইরকম গরম ও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের জন্য এটি বড় দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। (Representational Image: AI Generated)
advertisement
11/14
বুধবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে ঝড়বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার (বুধ), বৃহস্পতিবার (বৃহস্পতি) এবং শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
12/14
সবচেয়ে বেশি ঝড়বৃষ্টি হতে পারে: উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। (Representational Image: AI Generated)
advertisement
13/14
শনিবার ও রবিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বিশেষত দার্জিলিং এবং আলিপুরদুয়ার জেলায়। ঝড়বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি যেসব জেলায়: দার্জিলিং ,কালিম্পং, আলিপুরদুয়ার , কোচবিহার , জলপাইগুড়ি- এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের সবকটি (৮টি) জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। (Representational Image: AI Generated)
advertisement
14/14
বর্ষা আসবে না এখনও, কারণ ‘মনসুন ব্রেক’ যদিও বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তবে দক্ষিণবঙ্গে এখনও বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হয়নি। আপাতত বজ্রবিদ্যুৎ সহ বিচ্ছিন্ন বৃষ্টিপাত চলবে, কিন্তু একটানা ভারী বর্ষার সম্ভাবনা নেই। আবহাওয়াবিদদের মতে, এই মুহূর্তে সারা দেশেই ‘মনসুন ব্রেক’ চলছে। দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের জন্য উপযুক্ত পরিস্থিতি তৈরি হতে পারে জুনের তৃতীয় সপ্তাহ নাগাদ। (Representational Image: AI Generated)