TRENDING:

India-Pakistan Tension: পাকিস্তানের আকাশসীমা নিষিদ্ধ করলেও ঢুকে পড়ে দুটি ভারতীয় বিমান! আতঙ্কে কাঁটা পাক সরকার, তারপর...

Last Updated:
Indian Plane in Pakistan Air Space: এয়ার স্পেস বন্ধ করার পরেও পাকিস্তানের উদ্বেগ কাটেনি। নিষেধাজ্ঞার পরেও দুটি ভারতীয় বিমান পাকিস্তানের আকাশসীমায় ঢুকে যায়।
advertisement
1/4
পাকিস্তানের আকাশসীমা নিষিদ্ধ করলেও ঢুকে পড়ে দুটি ভারতীয় বিমান! আতঙ্কে কাঁটা পাক সরকার
পাকিস্তান কিছুতেই বুঝতে পারছে না, ভারতীয় সেনা কখন, কোথায় এবং কীভাবে আক্রমণ করবে। ভারতীয় সেনা এর আগে POK-তে সার্জিকাল স্ট্রাইক এবং তার পরে বালাকোটে এয়ার স্ট্রাইক করে পাকিস্তানকে শিক্ষা দিয়েছে। পহেলগাঁও হামলার পরে ২৪ এপ্রিল পাকিস্তান তাদের আকাশসীমা ভারতীয় বিমানগুলির জন্য বন্ধ করে দেয়।
advertisement
2/4
এয়ার স্পেস বন্ধ করার পরেও পাকিস্তানের উদ্বেগ কাটেনি। নিষেধাজ্ঞার পরেও দুটি ভারতীয় বিমান পাকিস্তানের আকাশসীমায় ঢুকে যায়। এই দুই বিমান হল Air India Express-এর ফ্লাইট IX-191 ছিল, আরেকটি ফ্লাইট Indigo Airlines-এর 6E-1481। দুটি বিমানই ভারত থেকে উড়েছিল।
advertisement
3/4
কিন্তু পাকিস্তানের আকাশসীমায় ঢোকার কিছুক্ষণ আগে ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করার বিষয়টি জানতে পারে ওই বিমানের চালক। তাই শেষ মুহূর্তে যাত্রাপথ পরিবর্তন করেন চালক। Image: Representative
advertisement
4/4
যদিও এই দুই বিমান নিয়ে পাকিস্তানের পদক্ষেপ করার সাহস হয়নি। দুই ফ্লাইটকে তাদের পথে যাওয়ার অনুমতি দেয়া হয়। তাই দুটি বিমানই পাকিস্তানের উপর দিয়েই উড়ে যায়। সেই সময় ইন্ডিগোর আরও একটি বিমান 6E-1428 শারজাহ থেকে অমৃতসর যাচ্ছিল। Image: Representative
বাংলা খবর/ছবি/দেশ/
India-Pakistan Tension: পাকিস্তানের আকাশসীমা নিষিদ্ধ করলেও ঢুকে পড়ে দুটি ভারতীয় বিমান! আতঙ্কে কাঁটা পাক সরকার, তারপর...
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল