Cyclone Amphan| নিস্তার নেই বাংলার, অতি শক্তিশালী ঘূূর্ণিঝড়ে পরিণত হয়েছে আমফান, লাফিয়ে পড়তে পারে ১৫০ কিমি গতিতে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
করোনা আতঙ্কের আবহের মধ্যেই এবার বাংলার মাথায় ফুঁসছে আতঙ্ক ও ধ্বংসের কালো মেঘ
advertisement
1/7

আর কোনও ভুলচুক নয়, শেষমুহূর্তে আমফান কোনও বড় গতি পরিবর্তন না করলে পশ্চিমবঙ্গেই ঝাঁপিয়ে পড়বে আমফান ৷ আর সেই অতি বিধ্বংসী সাইক্লোনে আশঙ্কায় প্রহর গুনতে শুরু করল বাংলা৷ Photo Courtesy- Windy
advertisement
2/7
দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া আমফান অতি শ্ক্তিশালী সাইক্লোনিক ঝড়ে পরিণত হয়েছে ৷ সমুদ্রের ওপর ২০ কিলোমিটার গতিতে এই নিম্নচাপ এগোচ্ছে ৷
advertisement
3/7
IMD -র পক্ষ থেকে জানানো হয়েছে যেভাবে সাইক্লোনের গতি এগোচ্ছে তাতে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে ৷ Photo Courtesy- Windy
advertisement
4/7
আমফান এখনও পারাদ্বীপ বন্দর থেকে ১০৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে ৷ সমুদ্রে যার গতি ২০ কিলোমিটার রয়েছে স্থলভাগে ঝাঁপিয়ে পড়ার সময় তার গতি বৃদ্ধি হয়ে ১৫০ থেকে ১৬০ কিলোমিটার গতি হবে ৷ Photo- File
advertisement
5/7
আগে যে ধারণা ছিল যে আমফানের গতি কোনদিকে হবে সেই সন্দেহ আস্তে আস্তে দূরীভূত হয়েছে ৷ বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই অতি বিধ্বংসী সাইক্লোনিক স্টর্মের গতি পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যাবে ৷ মেদিনীপুর থেকে ঢুকে কাঁথি, মন্দারমনির ওপর এর প্রচণ্ড শক্তিশালী হবে ৷
advertisement
6/7
১৭ মে থেকে উত্তরপূপ্ব মুখে এগোচ্ছে এই বিধ্বংসী সাইক্লোনিক স্টর্ম ৷ ১৮ তারিখ থেকে ই এই ঝড় উত্তর ও উত্তর পূর্ব অভিমুখে এগোবে ৷ আর ১৮ থেকে ২০ -র মধ্যে ওড়িশা ও পশ্চিমবঙ্গে এই সাইক্লোনের ব্যাপক প্রভাব পড়া শুরু হবে৷ Photo- File
advertisement
7/7
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্যেই প্রবল বৃষ্টি হচ্ছে এরপর ধীরে ধীরে এই আমফান যেভাবে এগোবে তার প্রভাব ভারতের পূর্ব উপকূলের সমস্ত রাজ্যেই প্রবল বৃষ্টিপাত শুরু হবে ৷