Child's Throat Chocked: আপনার বাচ্চার গলায় কিছু আটকে গিয়েছে? কষ্ট পাচ্ছে? ভয় না পেয়ে কী করবেন জেনে নিন
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Suman Saha
Last Updated:
Child's Throat Chocked: অপেক্ষা করুন, শিশুর উপর নজর রাখুন এবং তার যদি কোন সমস্যা দেখেন তবে চিকিৎসকের কাছে নিয়ে যান। সমস্যাগুলো হতে পারে- বমি, ঢলে পড়া, অস্বাভাবিক শ্বাসপ্রশ্বাস, জ্বর বা বুক, গলা, মুখ, পেট বা ঘাড়ে ব্যথা।
advertisement
1/6

আপনি আপনার সন্তানকে সারাক্ষণ চোখে চোখে রাখতে পারবেন না, শিশুরা এটা ওটা মুখে দেয় তা-ও সবটুকু নজরে রাখা সম্ভব নয়। কিন্তু আপনি আগে থেকে সচেতন থাকতে পারেন এবং কোন ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে তার সতর্ক ব্যবস্থাপনা ঘরে রাখতে পারেন।
advertisement
2/6
শিশু যদি ধারালো কিছু গিলে ফেলে বা শ্বাসনালীতে কোনো জিনিস আটকে যায় তাহলে এখনই চিকিৎসা সহায়তা নিন। কিছু জিনিস আছে শিশুরা খেলেও মলের সঙ্গে বের হয়ে যায় এবং প্রাথমিক চিকিৎসার জন্য প্রস্তুত থাকুন।
advertisement
3/6
আপনার শিশু যদি এমন কিছু গিলে ফেলে যা তীক্ষ্ণ বা বিপজ্জনক নয়, যদি এটি তার গলায় আটকে আছে বলে মনে না হয়, তাহলে সম্ভবত এটা নিজে থেকেই ঠিক হয়ে যাবে, হতে পারে বস্তুটা শিশুর মলের মধ্যে দিয়ে বের হয়ে যাবে।
advertisement
4/6
এর পাশাপাশি যদি কোন শিশু মাছ খাওয়ার সময় কোন না কোন সময় গলায় কাটা আকার আবার সমস্যা হয়ে থাকে। আচমকা গলায় কাঁটা আটকায় তাহলে ঘরোয়া কিছু পদ্ধতিতে ও কাঁটা সরাতে পারেন।
advertisement
5/6
লেবুর রস নিংড়ে নিন কিংবা লেবুর রসও খেতে পারেন। লেবুতে থাকা অ্যাসিড কাঁটা নরম হওয়ার সম্ভাবনা থাকে। এর পাশাপাশি ভাতের বড় দলা বানিয়ে তা খেতে পারেন। এক নিঃশ্বাসে ভাতের বড় দলা গিলে ফেললে গলা থেকে কাঁটা সরানো সম্ভব।
advertisement
6/6
অপেক্ষা করুন, শিশুর উপর নজর রাখুন এবং তার যদি কোন সমস্যা দেখেন তবে চিকিৎসকের কাছে নিয়ে যান। সমস্যাগুলো হতে পারে- বমি, ঢলে পড়া, অস্বাভাবিক শ্বাসপ্রশ্বাস, জ্বর বা বুক, গলা, মুখ, পেট বা ঘাড়ে ব্যথা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Child's Throat Chocked: আপনার বাচ্চার গলায় কিছু আটকে গিয়েছে? কষ্ট পাচ্ছে? ভয় না পেয়ে কী করবেন জেনে নিন