বোলপুর শান্তিনিকেতনের বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে রাজ্য ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দফতরের উদ্যোগে সিনার্জি ও বাণিজ্য সম্মেলনে উঠে এল একগুচ্ছ পরিকল্পনা ও বাস্তবায়নের প্রসঙ্গ। সম্মেলনের উদ্বোধনে ছিলেন অনুব্রত মণ্ডল-সহ সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ-সহ দফতরের আধিকারিকরা। রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প তথা কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষুদ্র শিল্পের জন্য বহু সংকল্প নিয়েছেন, প্রকল্প তৈরি করেছেন, কাজও হয়েছে। বহু বছর ধরে বন্ধ রয়েছে আহমেদপুরের সুগার মিল৷ এবার সেটি চালু করে সেখানে নতুন করে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী বীরভূম সফরে এসে এমনটাই ঘোষণা করে গেছেন।”
advertisement
আরও পড়ুন : শান্তিপুরের ভাঙা রাসে উপচে পড়ল ভক্ত ও দর্শনার্থীদের জনস্রোত, মুখ্য আকর্ষণ রাই রাজা
এছাড়া, ইলামবাজার, লাভপুরেও ক্ষুদ্র বাজার তৈরির কাজ চলছে৷ সব ক্ষেত্রেই বিনিয়োগ করা হয়েছে৷ এর ফলে কারিগররা, শিল্পীরা উপকৃত হবেন৷ বেশ কয়েকটি হাট খোলা হবে, শিল্পীদেরই সেই হাটে বসতে দেওয়া হবে৷ সোনাঝুরির হাট নিয়ে মামলা চলছে, সেটা বন্ধ হয়ে গেলে, বিকল্প ভাবনা রয়েছে আমাদের।”
