Weekend Outing: কলকাতার কাছেই নামমাত্র খরচে নিরিবিলিতে প্রিয়জনের সঙ্গে সময় উপভোগ করার সেরা ঠিকানা, আসতেই হবে মনের মানুষের সঙ্গে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Weekend Outing:শহরের ব্যস্ততা, কোলাহল আর একঘেয়েমি থেকে মুক্তি পেতে এক দিনের জন্য ঘুরে আসতে পারেন উত্তর ২৪ পরগনার হাড়োয়া রোড রেল স্টেশনের কাছেই অবস্থিত অ্যামেজিং পার্কে। কলকাতা থেকে ট্রেনে হাড়োয়া রোডে পৌঁছে সামান্য দূরেই এই পার্কে যাওয়া যায় সহজেই। সবুজ প্রকৃতি আর শান্ত পরিবেশে কাটানো যায় একটানা আরামদায়ক দিন।
advertisement
1/6

শহরের ব্যস্ততা, কোলাহল আর একঘেয়েমি থেকে মুক্তি পেতে এক দিনের জন্য ঘুরে আসতে পারেন উত্তর ২৪ পরগনার হাড়োয়া রোড রেল স্টেশনের কাছেই অবস্থিত অ্যামেজিং পার্কে। কলকাতা থেকে ট্রেনে হাড়োয়া রোডে পৌঁছে সামান্য দূরেই এই পার্কে যাওয়া যায় সহজেই। সবুজ প্রকৃতি আর শান্ত পরিবেশে কাটানো যায় একটানা আরামদায়ক দিন।
advertisement
2/6
অ্যামেজিং পার্কে প্রবেশ করলেই চোখে পড়বে বিশাল সবুজ প্রান্তর ও পরিচ্ছন্ন গার্ডেন। পিকনিকের জন্য রয়েছে আলাদা জায়গা, হাঁটার জন্য সুন্দরভাবে সাজানো পথ। পরিবারের ছোট-বড় সবাই মিলে এখানে সময় কাটাতে পারেন নিজের মতো করে। শিশুরা খেলাধুলোয় মেতে উঠবে, বড়রা গল্পে আর হাসি-আড্ডায় কাটাতে পারবেন সময়।
advertisement
3/6
এখানকার অন্যতম আকর্ষণ বোটিংয়ের ব্যবস্থা। পুকুরের জলে নৌকায় বসে চারপাশের সবুজ গাছপালা ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা সত্যিই মনোমুগ্ধকর। নৌকা ভ্রমণের মাঝে মুহূর্তেই হারিয়ে যাবে সারাদিনের ক্লান্তি।
advertisement
4/6
ছোটদের জন্যও রয়েছে রাইড ও দোলনার মতো বিনোদনের ব্যবস্থা। পিকনিক করতে চাইলে নিজের খাবার নিয়ে আসা যায়, আবার চাইলে কাছের বাজার থেকেও খাবার কেনা যায়। ছায়াযুক্ত বসার জায়গা থাকায় সবসময়ই আরাম করে সময় কাটানো সম্ভব।
advertisement
5/6
প্রবেশমূল্য সাশ্রয়ী, তাই সপ্তাহান্তে বহু পরিবার ও বন্ধুবান্ধব মিলে এখানে ভিড় করেন। সকাল থেকে বিকেল পর্যন্ত পার্কে ঘুরে বেড়িয়ে আবার সন্ধ্যায় বাড়ি ফেরা যায় স্বাচ্ছন্দ্যে। স্কুলের পিকনিক, ছোট অনুষ্ঠান বা পারিবারিক ভ্রমণের জন্য এই পার্ক একদম উপযুক্ত।
advertisement
6/6
ব্যস্ত জীবনের মাঝে একটু নিরিবিলি প্রকৃতির ছোঁয়া পেতে চাইলে অ্যামেজিং পার্ক হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। সুলভ, পরিচ্ছন্ন ও পরিবার-বান্ধব এই পার্ক একদিনের ছুটি কাটানোর জন্য নিঃসন্দেহে এক অ্যামেজিং জায়গা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Outing: কলকাতার কাছেই নামমাত্র খরচে নিরিবিলিতে প্রিয়জনের সঙ্গে সময় উপভোগ করার সেরা ঠিকানা, আসতেই হবে মনের মানুষের সঙ্গে