Darjeeling Tourism Pay More Money: খরচ বেড়ে গেল দার্জিলিং ট্যুরের! কত টাকা বেশি গুণতে হবে জেনে নিন
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Tourism News: পাহাড় বেড়াতে যাচ্ছেন? দিতে হবে কর! কেন জানেন
advertisement
1/5

দার্জিলিং ঘুরতে গেলে এবার থেকে পর্যটকদের দিতে হবে কর। যা ২০ টাকা ধার্য করা হয়েছে। ইতিমধ্যেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছে দার্জিলিং পুরসভা। বিভিন্ন হোটেল মালিক ও পর্যটন ব্যবসায়ীদের এই করের কথা জানিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে করের কুপনও পৌঁছে দেওয়া হয়েছে হোটেলগুলিতে। (অনির্বাণ রায়)
advertisement
2/5
পুরসভা জানিয়েছে, জঞ্জাল সাফাইয়ের জন্য নেওয়া হবে এই কর। যদিও এই সিদ্ধান্তে খুশি নয় হোটেল মালিক ও পর্যটন ব্যবসায়ীরা।তাঁদের বক্তব্য, কর নেওয়ার বিষয়ে বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি বলে দাবি করেছেন হোটেল ও পর্যটন ব্যবসায়ীরা।
advertisement
3/5
দার্জিলিং পুরসভার তরফে জানানো হয়েছে, জঞ্জাল সাফাইয়ের জন্য পর্যটকদের থেকে সেই কর নেওয়া হবে। যে কর অতীতেও নেওয়া হত। ৩০ বছর ধরে সেই নিয়ম চালু ছিল। পরবর্তীতে অবশ্য কর গুনতে হত না পর্যটকদের। এবার ফের সেই কর চালু করা হচ্ছে। কারণ জঞ্জাল পরিষ্কার করতে অনেক টাকা খরচ হচ্ছে। পুরসভা সিদ্ধান্ত নিয়েছে, তাদের হয়ে কর আদায় করবে বিভিন্ন হোটেল কর্তৃপক্ষ।
advertisement
4/5
দার্জিলিং মিউনিসিপ্যালিটির অধীনে থাকা সমস্ত হোটেল ও হোম স্টে-তে থাকতে যাওয়া সব পর্যটককে এবার থেকে মাথা পিছু দিতে হবে ২০ টাকা করে। ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে যে নিয়ম। এবার থেকে যে পর্যটকরাই পাহাড়ে যাবেন, তাঁদের গুণতে হবে এই করের অর্থ। তবে পর্যটন ব্যবসায়ীরা এবং হোটেল ব্যবসায়ীরা বলেছেন, যে এই কুপন নিয়ে দুর্নীতির শিকারও হতে পারেন পর্যটকরা তাই সকলে এক সঙ্গে বসে সমস্ত বিষয়টি পর্যালোচনা করা উচিত।
advertisement
5/5
ইকো ট্যুরিজম বিভাগের চেয়ারম্যান রাজ বসু বলেন, ' পর্যটকদের কাছ থেকে যে কারণে কর নেয়া হবে তা পর্যটকদের কাছে এখনো সুস্পষ্ট নয়। এবং দুর্নীতি শিকার হতে পারে পর্যটকরা। তাই সমস্ত পর্যটন ব্যবসায়ী স্টকহোল্ডার ,হোম স্টে মালিকদের সঙ্গে একসঙ্গে বসে যদি একটি অ্যাপ ডেভেলপ করা যায়। তাহলে পর্যটকদের তথ্য যেমন থাকবে। ঠিক তেমনি কি কারণে তারা ট্যাক্স দিচ্ছে সে সমস্ত বিষয় সেখানে উল্লেখ থাকবে। সেজন্য আরও পরিকল্পনা মাফিক এই জিনিসগুলো করা উচিত।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Darjeeling Tourism Pay More Money: খরচ বেড়ে গেল দার্জিলিং ট্যুরের! কত টাকা বেশি গুণতে হবে জেনে নিন