অজান্তেই বাড়ছে না তো কিডনির সমস্যা? চিনে নিন এই উপসর্গগুলো
- Published by:Aryama Das
Last Updated:
ক্লান্ত লাগে সারাদিন ধরে? তাহলে আর দেরি না করে সত্তর চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন
advertisement
1/6

কিডনি রক্ত পরিশোধন করে এবং শরীর থেকে অতিরিক্ত তরল নির্মূল করে। কিন্তু যখন আপনার কিডনি ঠিকমতো কাজ করে না, তখন আপনার শরীরে বেশ কিছু লক্ষণ দেখা দেয়। এখানে লক্ষণগুলি রয়েছে যা আপনার দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকির সংকেত দেয়।
advertisement
2/6
ক্লান্ত লাগে সারাদিন ধরে? তাহলে আর দেরি না করে সত্তর চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন৷ কিডনির কার্যকারিতা কমে যাওয়ার ফলে রক্তে টক্সিন জমা হতে পারে। এর ফলে মানুষ ক্লান্ত এবং দুর্বল বোধ করতে পারে৷
advertisement
3/6
আপনার ত্বক শুষ্ক এবং রুক্ষ্ম লাগছে খুব? কিডনি রক্তের অতিরিক্ত তরল নির্মূল করে৷ কিডনি খারাপ হলে রক্তের খনিজের পরিমাণ সঠিক থাকে না আর, ফলে ত্বকে বিভিন্ন চুলকানি দেখা দেয়৷
advertisement
4/6
আপনার প্রস্রাবে রক্ত দেখলে একদম দেরি না করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন৷
advertisement
5/6
প্রস্রাবে অতিরিক্ত ফেনা দেখলেও তা কিডনি খারাপের কারণ হতে পারে৷
advertisement
6/6
শীতকালেও পায়ের তলা ঘেমে যায়? তাহলে আপনার কিডনির সমস্যা হতেই পারে৷ (এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)