TRENDING:

HMPV Protection: ভারতেও এইচএমপিভির হানা, আতঙ্কে নয়, সচেতনতায় থাকুন, কাপড়ের মাস্ক না কি সার্জিক্যাল মাস্ক? কোনটি কার্যকর...

Last Updated:
HMPV Virus Protection Tips: অনেকেরই ধারণা ছিল, শিশু বা বয়স্কদের মধ্যেই এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে৷ কিন্তু শঙ্কা বৃদ্ধি পেয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডার কথায়৷ চিনি জানিয়েছেন, কেবল শিশু বা বয়স্ক নয়, যে কোনও মানুষই এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন৷
advertisement
1/11
ভারতেও এইচএমপিভির হানা, কাপড়ের মাস্ক না কি সার্জিক্যাল মাস্ক? কোনটি কার্যকর
হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) নিয়ে অনেকেই ভয়ে রয়েছে৷ কথায় রয়েছে, ‘‘ঘরপোড়া গোরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়’’ কয়েক বছর আগেই এমনই এক ভাইরাসে সারা পৃথিবী ত্রস্ত হয়ে গিয়েছিল৷ কিন্তু কেন্দ্র জানাচ্ছে এই নিয়ে ভয় বা আতঙ্কের কোনও কারণ নেই৷
advertisement
2/11
গত কয়েকদিনে বেঙ্গালুরু, নাগপুর, কলকাতা শিশুর দেহে হিউম্যান মেটানিউমো ভাইরাস মেলার খবর ছড়াতেই এ নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। তবে সাবধান হওয়ায় ক্ষতি নেই।
advertisement
3/11
অনেকেরই ধারণা ছিল, শিশু বা বয়স্কদের মধ্যেই এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে৷ কিন্তু শঙ্কা বৃদ্ধি পেয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডার কথায়৷ চিনি জানিয়েছেন, কেবল শিশু বা বয়স্ক নয়, যে কোনও মানুষই এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন৷ তবে আতঙ্কের কোনও কারণ নেই৷
advertisement
4/11
চিকিৎসকরা তাও জানিয়েছেন, ভয় নয়, সচেতনতা দরকার৷ বিশেষ করে সাবান এবং জল দিয়ে হাত ধোয়া, অপরিষ্কার হাত চোখে, নাকে বা মুখে না দেওয়া, হাঁচি-কাশির সময়ে নাক-মুখ ঢেকে নেওয়ার উপর জোর দিতে বলা হয়েছে।
advertisement
5/11
অর্থাৎ, কোভিড সময়ে যে অভ্যাস ওত কষ্ট করে রপ্ত করেছিলেন, সেগুলোই আবার একবার ঝালিয়ে নিন৷ পাশাপাশি যাঁদের শরীরে কোনও ধরনের উপসর্গ রয়েছে, তাঁদের খুব কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে৷
advertisement
6/11
বেঙ্গালুরুতে দুই শিশু ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে গত সোমবার কয়েক দফা নির্দেশিকা জারি করেছে কর্নাটক সরকার। তাতে হাঁচি বা কাশির সময় নাক-মুখ ঢেকে রাখা, মাস্ক পরা, একই রুমাল বার বার ব্যবহার না করা এমন নানা নিয়মবিধি রয়েছে।
advertisement
7/11
ফরিদাবাদের এক বেসরকারি হাসপাতালের চিকিৎসক রবি শেখর ঝা জানিয়েছেন, শ্বাসজনিত সংক্রমণ বা এইচএমভি ঠেকাতে কাপড়ের মাস্কই ন্যূনতম সুরক্ষা দিতে পারে৷ তবে কাশি, হাঁচির সময় নির্গত বায়ুবাহিত কণা বড় হলে সেটি কাপড়ের মাস্ক ঠেকাতে পারে৷ তবে যদি ভাইরাসের সূক্ষ্ম কণা হয়, তাহলে কাপড়ের মাস্ক ব্যবহার করবেন না৷
advertisement
8/11
চিকিৎসকের কথায়, অসুস্থ ব্যক্তির হাঁচি, কাশির সময় নির্গত অপেক্ষাকৃত সূক্ষ্ম কণা প্রতিরোধের জন্য সার্জিক্যাল মাস্কই একমাত্র কার্যকর৷ তবে সবচেয়ে ভাল সুরক্ষা বর্ম হল এন নাইনটি ফাইভ৷ বায়ুবাহিত ভাইরাসকে প্রায় ৯৫ শতাংশ পর্যন্ত আচকাতে পারে এই এন নাইটিফাইভ মাস্ক৷ অত্যন্ত জনবহুল স্থানে যেতে হলে বা অসুস্থ ব্যক্তির কাছাকাছি যেতে হলে এই ধরনের মাস্ক উপযুক্ত৷
advertisement
9/11
মাস্ক পরার নিয়মকানুনমাস্ক শুধু কিনলেই হল না, তা ঠিকমতো বসছে কি না দেখা দরকার৷
advertisement
10/11
অনেকে খুব বেশি টাইট মাস্ক পরেন৷ মনে করেন এতে ভাইরাস আটকানো সক্ষম কিন্তু, তা খারাপ বই ভাল নয়৷ এতে শ্বাস নিতে কষ্ট হয়৷ তবে খেয়াল রাখতে হবে যাতে, বেশি আলগা না হয়৷ সার্জিক্যাল মাস্ক পরার পর মুখের দু’পাশে ফাঁক থাকলে সেখান থেকেও ভাইরাস আক্রমণ করতে পারে৷ তাই খেয়াল রাখুন নাকের দু’পাশ যেন কোনও কারণে ঢাকা না থাকে৷
advertisement
11/11
এবার কী ধরনের মাস্ক আদর্শ চিকিৎসকদের মতে ধুলো বালি থেকে রক্ষা পেতে গেলে কাপড়ের মাস্ক ব্যবহার করা যেতে পারে৷ তবে ভাইরাস থেকে বাড়তি সুরক্ষার দরকার হলে, এননাইটিফাইভ পরতে পারেন৷ তা না পেলে সার্জিক্যাল মাস্কও পরা যেতে পারে৷ কিন্তু তার উপরে বিনা কারণে সার্জিক্যাল মাস্ক কেনার প্রয়োজন নেই৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
HMPV Protection: ভারতেও এইচএমপিভির হানা, আতঙ্কে নয়, সচেতনতায় থাকুন, কাপড়ের মাস্ক না কি সার্জিক্যাল মাস্ক? কোনটি কার্যকর...
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল