Rooftop Paddy Harvest: গাছের ঝরা পাতার সঙ্গে এই জিনিস! দিলেই আপনার ছাদের কোণে ছোট্ট জায়গাও ভরবে সবুজ ধানে! পাবেন ২০ কেজি চাল!
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Rooftop Paddy Harvest: জমি বা মাঠ না থাকেলও, ধান চাষের জন্য বাড়ির ছাদ থাকলেই হবে। শুনে অবাক লাগলেও এটাই সত্যি। নিজের বাড়ির ছাদে করতে পারেন ধান চাষ। জেনে নিন কীভাবে করবেন বাড়ির ছাদে ধান চাষ।
advertisement
1/6

আমরা সাধারণত জানি যে মাঠে ধান চাষ হয়। চাষিরা বেশিরভাগ মাঠে ধান চাষ করে থাকেন। তবে অনেকেই আছেন যাদের ধান চাষের সখ রয়েছে। কিন্তু জায়গার অভাবে চাষ করতে পারেন না।
advertisement
2/6
তবে এবার আর চিন্তা করবেন না। জমি বা মাঠ না থাকেলও, ধান চাষের জন্য বাড়ির ছাদ থাকলেই হবে। শুনে অবাক লাগলেও এটাই সত্যি। নিজের বাড়ির ছাদে করতে পারেন ধান চাষ। জেনে নিন কীভাবে করবেন বাড়ির ছাদে ধান চাষ।
advertisement
3/6
পূর্ব বর্ধমান জেলার এক ব্যবসায়ী একদম অল্প জায়গায় তাঁর বাড়ির ছাদে ধান চাষ করেছেন। সেখান থেকে তিনি বছরে চার বার ধান পান। বছরে তিনি মোট ২০ কেজি ধান পেয়ে যান তাঁর বাড়ির ছাদে লাগানো ধান গাছ থেকে।
advertisement
4/6
বাড়িয়ে ছাদে আপনারাও করতে পারেন ধান চাষ। এই বিষয়ে ওই ব্যবসায়ী চঞ্চল চৌধুরী জানিয়েছেন, প্রথমে ছাদের মধ্যে চারদিকে চারটে পিলার করে তার উপরে বাঁশের মাচা করতে হবে। ছাদ থেকে বেশ কিছুটা উঁচুতে থাকবে এই মাচা।
advertisement
5/6
তারপর মাচার ভিতরের অংশে পলিথিন দিয়ে তার মধ্যে দিতে হবে মাটি। চারিদিকে পলিথিন থাকার জন্য জলও খুব কম লাগবে। আর এই মাটির মধ্যে ধানের চারা রোপন করতে হবে।
advertisement
6/6
কেউ বড় আকারে চাষ করলে বেশি ফলন পাবে। এভাবে ধান চাষ করলে খরচও খুব একটা হয় না। ভূপৃষ্ঠ থেকে অনেকটা উঁচুতে থাকার কারণে পোকার আক্রমণ সেভাবে হয় না। আর সম্পূর্ণ জৈব সার ব্যবহার করে এই চাষ করা যাবে। ঝরে যাওয়া গাছের পাতা, সর্ষের খোল, এইসব দিয়েই গাছগুলো বেড়ে উঠবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Rooftop Paddy Harvest: গাছের ঝরা পাতার সঙ্গে এই জিনিস! দিলেই আপনার ছাদের কোণে ছোট্ট জায়গাও ভরবে সবুজ ধানে! পাবেন ২০ কেজি চাল!