Kojagari Laxmi Puja 2022 || হাত ঘুরিয়ে নাড়ু বানানোর সময় নেই, লক্ষ্মীপুজোয় ভরসা প্যাকেটের নাড়ু, দাম কত? জানুন
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Kojagari Laxmi Puja 2022 : প্রতি পিস নারকেল ৩৫ থেকে ৬০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। তারপরে নাড়ু তৈরির খরচ তো আরও অনেক বেশি
advertisement
1/5

লক্ষ্মীপুজোর সঙ্গে কিন্তু নারকেলের একটা গভীর সম্পর্ক রয়েছে৷ লক্ষ্মীপুজোর প্রসাদের প্রধান উপকরণই হল নাড়ু। নারকেল কুরে তাতে গুড় বা চিনির পাক দিয়ে নাড়ু বানানো হয়। নারকেল ছাপ সন্দেশ, চন্দ্রপুলি এসবও কিন্তু লক্ষ্মীপুজোয় প্রয়োজনীয় উপকরণ৷
advertisement
2/5
কিন্তু সবে সবে দুর্গাপুজো শেষ হয়েছে, এখনও ক্লান্তি কাটতেই চাইছে না। তার উপরে অফিস খুলে গেছে... নারকেল নাড়ু বাড়িতে বানানো তো বেশ ঝক্কির। তবে উপায়? উপায় একটা আছে, বাজারে বিক্রি প্যাকেট নাড়ুই হতে পারে আপনার লক্ষীপুজোর প্রসাদ।
advertisement
3/5
আপনি কি জানেন নারকেলের দাম কত চলছে এখন বাজারে? প্রতি পিস নারকেল ৩৫ থেকে ৬০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। তারপরে নাড়ু তৈরির খরচ তো আরও অনেক বেশি।
advertisement
4/5
এরচেয়ে অনেক সস্তা এই প্যাকেটজাত নাড়ু। মাত্র ২০ থেকে ২৫টাকায় বিক্রি হয় নাড়ুর প্যাকেট। একটায় না হলে একাধিক প্যাকেট কিনে সহজেই সম্পন্ন করুন আপনার বাড়ির লক্ষীপুজো।
advertisement
5/5
নারকেলকে সবসময় শুভ হিসাবেই বিচার করা হয়৷ যে কোনও শুভ অনুষ্ঠানের আগে নারকেল ফাটানো খুবই মঙ্গলজনক৷ সকাল সকাল যদি নারকেল দেখেন তাহলে বলাই যায় আপনার ভালো সময় আসন্ন বা মা লক্ষ্মীর প্রসাদ আপনি খুব তাড়াতাড়ি পেতে চলেছেন৷ সকালে নারকেল দেখাকে খুব শুভ বলে মনে করা হয়। এরকম ইঙ্গিত দিয়ে মা লক্ষ্মী বুঝিয়ে দেন আপনার ভালো সময় এবার এসে গিয়েছে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kojagari Laxmi Puja 2022 || হাত ঘুরিয়ে নাড়ু বানানোর সময় নেই, লক্ষ্মীপুজোয় ভরসা প্যাকেটের নাড়ু, দাম কত? জানুন