Kamlalebu or Orange Side Effects: ভাল লাগলেও কমলালেবু ভুলেও খাবেন না এঁরা! জানুন কারা এই ফল খেলেই ছারখার শরীর
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Kamlalebu or Orange Side Effects: রোজ গাদা গাদা কমলালেবু খাওয়ার আগে জানুন এর পার্শ্ব প্রতিক্রিয়াও। কখন কোন রোগে কারা এই ফল এড়িয়ে চলবেন, জেনে নিন।
advertisement
1/8

কমলালেবু ছাড়া শীতকাল ভাবাই যায় না। নানা পুষ্টিতে ভরা এই ফল খেলে লাভ করা যায় একরাশ স্বাস্থ্যগুণ। কমলালেবুর ভিটামিন সি, ডায়েটারি ফাইবার, পটাশিয়াম ও ফাইটো নিউট্রিয়েন্টস শরীরে খারাপ কোলেস্টেরল কম রাখে।
advertisement
2/8
উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ করে হৃদযন্ত্রের স্বাভাবিক ছন্দ বজায় রাখে কমলালেবুর খাদ্যগুণ। সাইট্রাস ফল কমলালেবুতে প্রশমিত হয় আর্থ্রাইটিস ও অন্যান্য বাতের যন্ত্রণা। ফাইটো কেমিক্যাল এবং অ্যান্টি অক্সিড্যান্টের উপস্থিতিতে কমলালেবু ক্যানসার প্রতিরোধী।
advertisement
3/8
ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান বা মূত্রনালীতে সংক্রমণ প্রতিকার করে কমলালেবু। পেটের সমস্যা কমাতেও কমলালেবু অতুলনীয়। ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, বদহজম-সহ একাধিক সমস্যার সমাধান কমলালেবু।
advertisement
4/8
কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা কম করে কমলালেবুর রস। রক্ত পরিশোধনেও উল্লেখযোগ্য ভূমিকা আছে কমলালেবুর। ত্বককে নিখুঁত, দাগহীন ও পেলব রাখে কমলালেবু। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই ফল। শীতকালে মরশুম পরিবর্তনের নানা সমস্যায় ভুগতে হয়। তাই ডায়েটে কমলালেবু রাখতেই হবে।
advertisement
5/8
তবে রোজ গাদা গাদা কমলালেবু খাওয়ার আগে জানুন এর পার্শ্ব প্রতিক্রিয়াও। কখন কোন রোগে কারা এই ফল এড়িয়ে চলবেন, জেনে নিন। বলছেন পুষ্টিবিদ অবনী কৌল।
advertisement
6/8
রোজ গাদা গাদা কমলালেবু খেলে শরীরে ফাইবারের পরিমাণ বেড়ে যাবে। ফলে তার থেকে পেটখারাপ, ক্র্যাম্পিং, ডায়রিয়া, পেট ফাঁপা, বমিভাবে সমস্যা হতে পারে।
advertisement
7/8
কমলালেবুতে ভিটামিন সি আছে প্রচুর পরিমাণে। তার ফলে বুক জ্বলা, বমি ভাব, অনিদ্রা থেকে শুরু করে হৃদরোগের সমস্যা পর্যন্ত দেখা যেতে পারে।
advertisement
8/8
রোজ ৪-৫ টা কমলালেবু খাবেন না। তবে ডাক্তারের নিষেধ না থাকলে দৈনিক ডায়েটে ১-২ টো কমলালেবু রাখতেই পারেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kamlalebu or Orange Side Effects: ভাল লাগলেও কমলালেবু ভুলেও খাবেন না এঁরা! জানুন কারা এই ফল খেলেই ছারখার শরীর