Orange Buying Tips: কমলালেবু কিনে বার বার ঠকছেন? রইল লেবু চেনার সহজ টিপস! এ বার সেরা ফল আপনিই পাবেন...গ্যারান্টি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Orange Buying Tips: কমলালেবু কিনতে গেলে অনেক সময় ঠকতে হয় বার বার। দেখা যায় কমলালেবু পচে যাচ্ছে। বা রস নেই। অথবা স্বাদে খুব টক।
advertisement
1/7

শীতকাল মানেই কমলালেবু। এই ফলের স্বাদগন্ধ ছাড়া শীতকালের মজা মাটি। ভিটামিন সি, অ্যান্টি অক্সিড্যান্টে ভরপুর কমলালেবুর গুণের শেষ নেই।
advertisement
2/7
তবে কমলালেবু কিনতে গেলে অনেক সময় ঠকতে হয় বার বার। দেখা যায় কমলালেবু পচে যাচ্ছে। বা রস নেই। অথবা স্বাদে খুব টক।
advertisement
3/7
জেনে নিন কিছু টিপস। যেগুলি মনে রাখলে কমলালেবু কেনার সময় ঠকবেন না। তার সঙ্গে জানুন কিছু উপায়ও। যাতে বাড়িতে অনেক দিন কমলালেবু ভাল রাখতে পারবেন।
advertisement
4/7
কমলালেবু কেনার সময় শুধু রং দেখবেন না। দেখুন ফলের ওজন। সাধারণত ভারী কমলালেবু হলে বেশি রসাল হওয়ার কথা। কম ওজনের কমলালেবু হলে বেশি রসাল নাও হতে পারে।
advertisement
5/7
কেনার আগে আলতো করে চাপ দিন কমলালেবুর গায়ে। যদি খুব শক্ত থাকে, তাহলে হয়তো ফলটি সম্পূর্ণ পরিপক্ব হয়নি। কিছুটা পাকা আছে।
advertisement
6/7
কমলালেবুর রং উজ্জ্বল হলেই যে মিষ্টি ও সুস্বাদু হবে, তার কোনও মানেই নেই। তাই রং দেখে সব সময় প্রলুব্ধ হবেন না।
advertisement
7/7
কমলালেবুর খোসা মোটা হলে এড়িয়ে চলুন। খোসায় দাগ বা গর্ত থাকলেও সেটা কিনবেন না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Orange Buying Tips: কমলালেবু কিনে বার বার ঠকছেন? রইল লেবু চেনার সহজ টিপস! এ বার সেরা ফল আপনিই পাবেন...গ্যারান্টি