TRENDING:

North Bengal Tourism: শীতের ছুটিতে পাহার-ঝর্ণায় লুটোপুটি, প্রকৃতির হাতছানি, রইল বাজেটের মধ্যেই কালিম্পং-এর ৫ অফবিট জায়গার হদিশ

Last Updated:
North Bengal Tourism: শীতের ছুটিতে বেড়াতে যাওয়া চাই-ই-চাই! কিন্তু গন্তব্য হতে হবে বাজেটের মধ্যে। রইল প্রকৃতির সবুজে মোড়া কিন্তু অফবিট জায়গার সন্ধান, এবং অবশ্যই পকেট ফ্রেন্ডলি! রইল বাজেটের মধ্যেই কালিম্পং-এর ৫ অফবিট জায়গার হদিশ
advertisement
1/5
শীতের ছুটিতে পাহার-ঝর্ণায় লুটোপুটি, রইল বাজেটের মধ্যেই কালিম্পং-এর ৫ অফবিট জায়গা
শীতের ছুটিতে বেড়াতে যাওয়া চাই-ই-চাই! কিন্তু গন্তব্য হতে হবে বাজেটের মধ্যে। রইল প্রকৃতির সবুজে মোড়া কিন্তু অফবিট জায়গার সন্ধান, এবং অবশ্যই পকেট ফ্রেন্ডলি! প্রথমেই বলতে হয় 'ভালুখোপ'-এর কথা। কালিম্পং শহর থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে এক শান্ত গ্রাম। কাঞ্চনজঙ্ঘা ও তিস্তা নদীর অপূর্ব দৃশ্য, সবুজ চা-বাগান আর নির্জন পরিবেশ... সব মিলিয়ে প্রকৃতিপ্রেমীদের জন্য আদর্শ আশ্রয়, শহরের কোলাহল থেকে দূরে, প্রকৃতির সঙ্গে দু'দণ্ড নিঃশব্দে সময় কাটানোর সুযোগ।
advertisement
2/5
কালিম্পং থেকে ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত 'দলাপচাঁদ', ওলজড সিল্ক রুটের পথের ধারে গড়ে উঠেছে এই মন-ভাল করা জনপদ। মেঘে ঢাকা পাহাড়, ঘন জঙ্গল আর নিরিবিলি পরিবেশ অ্যাডভেঞ্চারের জন্য আদর্শ।
advertisement
3/5
ইতিহাস ও জীববৈচিত্র্যের মেলবন্ধন দেখা যায় "পেডং-এ"। পাখি পর্যবেক্ষকদের কাছে এটি স্বর্গরাজ্য। গতবছরগুলিতে বনভূমি বৃদ্ধি ও পরিবেশ সচেতনতার ফলে এখানে পাখি, প্রজাপতির সংখ্যা বেড়েছে। রয়েছে ছোট ছোট ট্রেকিং রুটও।
advertisement
4/5
প্রায় ৬০০০ ফুট উচ্চতায় অবস্থিত 'রিকিসুম' এক লুকনো রত্ন। ঘন অরণ্য, কাঞ্চনজঙ্ঘার দৃশ্য, ব্রিটিশ আমলের বাংলোর ধ্বংসাবশেষ ও বসন্তে রডোডেনড্রনের রঙিন ছোঁয়া শহুরে ক্লান্তি ভুলিয়ে দেয়।
advertisement
5/5
সবশেষে, 'মায়রং গাঁও' পাখি পর্যবেক্ষকদের নতুন প্রিয় ঠিকানা। টেন্ড্রাবং বন ও নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কে ঘেরা এই গ্রামটি ভিড় এড়িয়ে, শান্ত রাত কাটানোর জন্য উপযুক্ত। পাশাপাশি পেডং মঠ, চেঞ্জি জলপ্রপাত, রাইশপের মতো দর্শনীয় স্থানও কাছেই। ভিড় নয়, বিলাস নয়, প্রকৃতির সঙ্গে মানবিক সংযোগ চাইলে কালিম্পংয়ের এই অফবিট গ্রামগুলিই হতে পারে আপনার পরবর্তী গন্তব্য।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
North Bengal Tourism: শীতের ছুটিতে পাহার-ঝর্ণায় লুটোপুটি, প্রকৃতির হাতছানি, রইল বাজেটের মধ্যেই কালিম্পং-এর ৫ অফবিট জায়গার হদিশ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল