Lal Saag Side Effects: লালশাকেই বিপদসঙ্কেত! এঁরা খেলেই ঝাঁঝরা শরীর! বারোটা বাজবে সবকিছুর! ভাত মেখে গ্রাস মুখে তোলার আগে দু’বার ভাবুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Lal Saag Side Effects: ভাতে এই শাক মাখলেই টুকটুকে লাল হয়ে যায় রং। সুস্বাদু এই শাক অত্যন্ত উপকারী। তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে
advertisement
1/10

বাজারে পালং, পুঁইয়ের পাশাপাশি লালশাকও বেশ প্রচলিত এবং জনপ্রিয় লালশাক৷ বাঙালি বাড়িতে নানাপদে রান্না করা হয় এই শাক৷ পাওয়া যায় প্রায় বছরভরই৷
advertisement
2/10
ভাতে এই শাক মাখলেই টুকটুকে লাল হয়ে যায় রং। সুস্বাদু এই শাক অত্যন্ত উপকারী। তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। বলছেন পুষ্টিবিদ মনপ্রীত কালরা।
advertisement
3/10
একাধিক ভিটামিন, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, কপার, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজে ভরপুর লাল শাক হজমে সাহায্য করে। বদহজম-সহ একাধিক সমস্যা দূর করে।
advertisement
4/10
ডায়াবেটিসে খুবই উপকারী লাল শাক। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী কফ ও পিত্ত দোষ দূর করে এই শাক। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে।
advertisement
5/10
ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, জিঙ্ক, কপার, ম্যাগনেসিয়ামে ভরপুর লালশাক হাড়ের স্বাস্থ্য অটুট রাখে। হাড়ের একাধিক রোগের আশঙ্কা দূর করে।
advertisement
6/10
হৃদযন্ত্রের সুস্থতা বজায় রাখে লাল শাকের গুণ। নিয়ন্ত্রণ করে হৃদরোগের আশঙ্কা। রক্তাল্পতা অসুখেও উপকারী এই শাক।
advertisement
7/10
তবে এত উপকারী লালশাকেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। ইনসুলিনের মাত্রা কমিয়ে দেয় এই শাক। তাই যাঁদের রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ার প্রবণতা বা হাইপোগ্লাইসেমিয়া আছে তাঁরা এটা খাবেন না।
advertisement
8/10
লাল শাকে প্রচুর ভিটামিন কে আছে। তাই যাঁরা অ্যান্টি কোয়াগুল্যান্টস নিচ্ছেন তাঁরা এই শাক খাবেন না। কারণ ড্রাগ মেটাবলিজমে সমস্যা হতে পারে।
advertisement
9/10
যাঁরা অন্তঃসত্ত্বা বা সন্তানকে স্তন্যপান করান, তাঁরা লালশাক খাবেন না৷ কারণ এর অতিরিক্ত ফাইবার থেকে ডায়রিয়া, পেটে ব্যথা থেকে শুরু করে জ্বরও হতে পারে৷ অতিরিক্ত লালশাক খেলে উদ্ভিজ্জ খাবার থেকে আয়রন শোষণে সমস্যা হতে পারে৷
advertisement
10/10
লাল শাক কেনার সময় দেখে নিতে হবে সেটা খাঁটি লালশাক কিনা৷ আসল লালশাক হলে ভাত মাখার সময় তার রংও হবে লাল টুকটুকে৷ অনেক সময় লালশাক কৃত্রিম ভাবে রং করাও হয়৷ সেটাও দেখে নিন সতর্ক হয়ে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Lal Saag Side Effects: লালশাকেই বিপদসঙ্কেত! এঁরা খেলেই ঝাঁঝরা শরীর! বারোটা বাজবে সবকিছুর! ভাত মেখে গ্রাস মুখে তোলার আগে দু’বার ভাবুন